প্রথম পাতা

২১শে-এর সমাবেশের আগে কর্মী ও নেতাদের নিয়ে রাজপুরের ৬ নং ওয়ার্ডের বিভিন্ন জায়গায় শহীদ তর্পণ করে পৌরমাতা দিপালী গেলেন ধর্মতলা

অম্বর ভট্টাচার্য, তকমা নিউজ, সনারপুর, ২১শে জুলাই ২০২২ : ২১শে জুলাই যে একটা বিশেষ দিন তা তৃনমূল কর্মী, নেতৃত্ব ও সমর্থকদের বলা বাকি রাখে না। এই দিনটার জন্য সকলে মুখিয়ে থাকে নেত্রী মমতা ব্যানার্জি-র মুখ থেকে দলীয় নির্দেশ, আগামীদিনের পথ চলার দিশা ও সারা বছরের কর্মসূচী শোনার জন্য।

ছবিঃ অসীম পাল

রাজপুর সনারপুর পউরসভার ৬ নং ওয়ার্ডের পৌরমাতা দিপালী নস্কর ও ওয়ার্ড সভাপতি এবং গড়িয়া টাউন তৃনমূল শ্রমিক সংগঠনের সভাপতি শ্রীমন্ত নস্কর এবং ওয়ার্ড সম্পাদক শান্তনু নস্করের সাথে গোটা ওয়ার্ডের কর্মীদের নিয়ে সকাল সকাল ওয়ার্ডের বিভিন্ন প্রান্তে শহীদ তর্পণ সারলেন। দলীয় পতাকা তোলেন এবং শহীদদের মাল্যদান করেন ওয়ার্ডের সকল নেতা, কর্মী, সমর্থক ও পৌরমাতা। এরপর ওয়ার্ডের নেতা ও কর্মীরা একত্র হয়ে রওনা হন ধর্মতলার দিকে নেত্রীর বার্তাকে পাথেয় করতে।

আগামী দুর্গাপুজো পর্যন্ত নেত্রী মমতা ব্যানার্জি যে কর্মসূচী ঘোষণা করেছেন তা নীচে দেওয়া হলঃ

৯ই আগস্টঃ বিশ্ব আদিবাসী দিবস। একই দিনে মহরম ও ভারত ছাড় দিবস আছে। ১০টা থেকে ১১টার মধ্যে শেষ করতে হবে।

১৪ই আগস্টঃ মধ্যরাতে স্বাধীনতা সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে পালন।

১৫ই আগস্টঃ ভারতের স্বাধীনতার ৭৫ বছর। নিজেদের বাড়িতে জাতীয় পতাকা উত্তোলন এবং এলাকায় বিভিন্ন অনুষ্ঠান।

২২শে আগস্টঃ কলকাতা পুলিশের সাথে দুর্গা পুজো নিয়ে মিটিং।

২৮শে আগস্টঃ তৃনমূল ছাত্র পরিষদ দিবস কিন্তু রবিবার থাকায় ২৯শে আগস্ট দিনটা পালিত হবে।

১লা সেপ্টেম্বরঃ রাজ্যের সব ব্লকে বিশ্ব হেরিটেজ দিবস পালন, UNESCO বাঙালির দুর্গা পুজোকে ওয়ার্ল্ড হেরিটেজ ঘোষণা করেছে। বেলা দু-টো থেকে কর্মসূচী শুরু হবে। কলকাতার সাথে গোটা রাজ্যের বিভিন্ন ব্লকে র‍্যালি।

সেপ্টেম্বর মাসে পুজো, এবারের পুজো আরও ভাল করে করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *