প্রথম পাতা

নেত্রীর নির্দেশ এবারের ২১শে সব রেকর্ড ছাপিয়ে যাবে তাই চ্যালেঞ্জ করে ৪৪টা গাড়ি নিয়ে কলকাতা কর্পোরেশনের ১১৪ নং ওয়ার্ডের পৌরপিতা বিশ্বজিৎ

অম্বর ভট্টাচার্য, তকমা নিউজ, কলকাতা, ২১শে জুলাই ২০২২ : এবারের ২১শে জুলাই শহীদ দিবসকে তর্পণ দিবস হিসাবে গন্য করা হয়েছে। এবারের ২১শে জুলাই তৃনমূল নেতৃত্বের কাছে বিজেপিকে দেখানো চ্যালেঞ্জ ছিল যে কলকাতার রাস্তায় জনসমুদ্রের হল্কা বান বয়ে যাবে। আর এবার হয়েছেও তাই, গোটা রাজ্যের মানুষ এসে একবারের জন্য সাক্ষী হতে চেয়েছে নেত্রী মমতা ব্যানার্জির বক্তব্য একবার কানে শোনার জন্য। হয়তো ঘরে বসে টেলিভিশনে বসেও দেখা যেত কিন্তু আবেগটা এক থাকতো না। যমন মাঠে বসে আইপিএল দেখার একটা আলাদা আনন্দ আছে যেটা বাড়িতে বসে পাওয়া যায় না।

নেতৃত্বের চ্যালেঞ্জকে মাথায় নিয়ে এবার কলকাতা কর্পোরেশনের ১১৪ নং ওয়ার্ডের পৌরপিতা বিশ্বজিৎ মন্ডল ওয়ার্ডের পুরুষ, মহিলা ও যুবকদের নিয়ে এক বিশাল র‍্যালি করে এগোয় ধর্মতলার দিকে। নিজে কুদ্ঘাট বাস টার্মিনাসে উপস্থিত থেকে তদারকি করেছে।

কলকাতা কর্পোরেশনের ১১৪ নং ওয়ার্ড থেকে ৪৪টা গাড়ি ভর্তি করে মানুষের ঢল এগোতে থাকে ধর্মতলার দিকে। এটা কিন্তু শুধু মুখের কথা নয় একেবারে বাস্তব করে দেখিয়েছেন পৌরপিতা বিশ্বজিৎ। প্রতিটা গাড়িতে ওয়ার্ড নং ও গাড়ির ক্রমিক নং-এর স্টিকার সাঁটানো ছিল। খুব কম নেতৃত্বের এরকম বুকের ধক থাকে কারণ আমি এরকম নেতৃত্ব দেখেছি কোন মিছিলে এনেছে মাত্র ২টো গাড়ি আর নেতৃত্বের সামনে নাম কিনতে ঢাক পিটিয়ে জানান দিয়ে বলছে “দাদা আমার ওয়ার্ড থেকে ২০টা গাড়ি এনেছি প্রায় ১৫০০ লোক এসেছে।

কিন্তু বিশ্বজিৎ সেই রাস্তায় না হেঁটে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল বাস্তব চিত্রটা। কোথাও যদি জল মেশানো থাকে তবে কর্মী ও সমর্থকেরা ধরে ফেলবে। ধরুন বাস্তবে গাড়ি আছে ২০টা আর ক্রমিক নং আছে ৪৪ তবে তো কর্মীরাই সন্দেহ করে বলবে বাকি গাড়ি কোথায়।

এই চ্যালেঞ্জটা ছিল গোটা টালিগঞ্জ ও যাদবপুর বিধানসভার। এবারের ২১শে জুলাই সর্বচ্চ রেকর্ড মানুষ ধর্মতলায় যাবে এটা আগে থেকেই ঘোষণা করা হয়েছিল আর সেই মত সব ওয়ার্ড থেকে আপ্রাণ চেষ্টা করা হয়েছে নেতৃত্বের সম্মানরক্ষার জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *