মুখ্যমন্ত্রীর নির্দেশে দঃ ২৪ পরগণার বারুইপুর মহকুমা শাসক সারলেন বিধায়কদের সাথে আমফান মোকাবিলা নিয়ে প্রশাসনিক বৈঠক
অম্বর ভট্টাচার্য, এবিপিতকমা, দঃ ২৪ পরগণা, ৩০শে মে ২০২০ : রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমফান ঝড়ের কারণে যে মহা দুর্জোগ ঘটেছে তার জন্য মুখ্যমন্ত্রী ক্ষতিগ্রস্থ জেলাগুলোর বিধায়ক থেকে জেলা শাসক ও মহকুমা শাসকের সাথে যোগাযোগ করেছেন। দক্ষিণ ২৪ পরগণা জেলায় ক্ষতিগ্রস্থের পরিমান অনেক বেশি। মুখ্যমন্ত্রী সোনারপুর উত্তর বিধানসভার বিধায়ক ফিরদৌসী বেগমের সাথে যোগাযোগ করে ক্ষতিগ্রস্থের খবর নেন এবং জানান, পরবর্তীতে বিধায়কের সাথে তাঁর দপ্তরের সচিবরা যোগাযোগ করবে।এরপর বারুইপুর মহকুমা শাসক বিধায়কদের নিয়ে জরুরী বৈঠক করেন। সেখানে আমফান ঝড়ের ক্ষয় ক্ষতি নিয়ে আলোচনা হয়।
মহকুমা শাসকের বৈঠকে উপস্থিত ছিলেন বিধানসভার স্পিকার বিমান ব্যানার্জি, সোনারপুর উত্তর বিধানসভার বিধায়ক ফিরদৌসী বেগম, সোনারপুর দক্ষিণ বিধানসভার বিধায়ক জীবন মুখার্জি সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকেরা।সাম্প্রতিক আমফান ঝড়ের ক্ষয় ক্ষতি নিয়ে এই বৈঠকে উঠে আসে অসহায় মানুষের কান্নার কথা, গৃহহারাদের করুণ পরিস্থিতি। এরপর তৈরি হয় টাস্ক ফোর্স টিম। কি ভাবে মোকাবিলা করা হবে এই মারাত্মক পরিস্থিতি তাই নিয়েও আলোচনা হয়।সোনারপুর উত্তর বিধানসভার দুর্দশা নিয়ে বক্তব্য রাখেন বিধায়ক ফিরদৌসী বেগম।