প্রথম পাতা

গড়িয়া স্টেশনে ৫ নং ওয়ার্ডে দুয়ারে সরকারে মহিলাদের মাঝে বিধায়ক ফিরদৌসীকে পেয়ে সকলেই খুশি

অম্বর ভট্টাচার্য, তকমা, সোনারপুর, ১৮ই আগস্ট ২০২১ : মুখ্যমন্ত্রী বিধানসভা নির্বাচনের আগেই ঘোষণা করেছিলেন দুয়ারে সরকার আবার হবে, বছরে দুবার করে হবে। রাজ্যের সকল নাগরিক সেই ক্যাম্পে গিয়ে নিজেদের অধিকার অনুযায়ী পরিষেবা নিতে পারবেন। বিধানসভা শেষ হতেই সরকারে এসেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কথা অনুযায়ী শুরু করে দিয়েছেন দুয়ারে সরকার। এবার নতুন সংযোজন লক্ষ্মীর ভাণ্ডার। একইভাবে সোনারপুর উত্তর বিধানসভায় শুরু হয়েছে দুয়ারে সরকার ক্যাম্প। প্রতিটা ক্যাম্পে বিধায়ক ফিরদৌসী বেগম নিজে উপস্থিত থেকে তা দেখভাল করছেন।

আজ রাজপুর সোনারপুর পৌরসভার ৫ নং ওয়ার্ডে বিশ্ববানী প্রাথমিক অবৈতনিক স্কুলে অনুষ্ঠিত হল প্রথম দুয়ারে সরকার ক্যাম্প। ক্যাম্পে প্রচুর উৎসাহী মহিলারা উপস্থিত হয়েছেন মমতা ব্যানার্জির নতুন প্রকল্প “লক্ষ্মীর ভাণ্ডার” প্রকল্পে নিজেদের অন্তর্ভুক্ত করতে। ক্যাম্পে সকাল থেকে উপস্থিত ছিলেন গড়িয়া পৌরসভা অফিসের বাস্তুকার শুভাশিস বসু, সান্তনা দে, ওয়ার্ড কোঅর্ডিনেটর তরুণ কান্তি মন্ডল এবং স্কুলের প্রধান শিক্ষক বিবেকানন্দ দাস। করোনা পরিস্থিতিকে মাথায় নিয়ে সুশৃঙ্খল ভাবে লাইনের মাধ্যমে সকলে খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী, লক্ষ্মীর ভাণ্ডার সহ আরও প্রকল্পে প্রায় ৪৫০০ মানুষ নাম নথিভুক্ত করেন।

পরবর্তী ক্যাম্প আগামী ২রা সেপ্টেম্বর হবে।ক্যাম্প চলাকালীন ওয়ার্ড কোঅর্ডিনেটর বাইরে ও ভিতরে সম্পূর্ণ দায়িত্ব নিয়ে উপস্থিত থেকে মানুষের বহু প্রশ্নের মুখোমখি হয়ে সমাধান সূত্র দিয়েছেন। বিধায়ক ফিরদৌসী বেগম নিজেও উপস্থিত হয়ে মানুষকে মাইকের মাধ্যমে দুয়ারে সরকারের প্রকল্পের ব্যাপারে সম্পূর্ণ তথ্য বিস্তারিত ভাবে বিশ্লেষণ করেন যাতে মানুষ কোনভাবেই বিভ্রান্ত না হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *