নরেন্দ্রপুর থানার উদ্যোগে দুঃস্থ ও অসহায় মানুষদের খাদ্যসামগ্রী বিতরন করলেন পুলিশ আধকারিক ও বিধায়ক ফিরদৌসী
অম্বর ভট্টাচার্য, তকমা, সোনারপুর, ৫ই জানুয়ারি ২০২২ : করোনা ভাইরাস রূপ পরিবর্তন করে এবার ডেল্টা ও ওমিক্রনের প্রকট মারাত্বক হয়ে উঠেছে। প্রতিদিন আক্রান্তের হার হুহু করে বেড়ে চলেছে। সোনারপুর উত্তর বিধানসভা তার বাইরে নয়। আক্রান্তের হার বাড়তেই রাজপুর সোনারপুর পৌরসভার ৩৫টা ওয়ার্ডে ৬,৭,১০ ও ১১ই জানুয়ারি বাজার ও দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। আবার মানুষ অসহায় অবস্থায়।
তাই আজ বারুইপুর জেলা পুলিশের পক্ষ নরেন্দ্রপুর থানার উদ্যোগে কিছু দুঃস্থ ও অসহায় মানুষদের মধ্যে প্রয়োজনীয় খাদ্যসামগ্ৰী বিতরন করা হল, উপস্থিত ছিলেন ডি এস পি, ডি ই বি মোহিত মোল্লা, নরেন্দ্রপুর থানার আই সি অনির্বান বিশ্বাস ও বিধায়িকা ফিরদৌসী বেগম। এবার আশঙ্কা যদি এভাবে আক্রান্তের হার বাড়ে তবে আবার মানুষ ২০২০-২১ সালের অবস্থায় ফিরে যেতে পারে, আবার লক ডাউন হতে পারে। নরেন্দ্রপুর থানা ফের একবার প্রমান করে দিল যে প্রশাসন শুধু শাসন করে না প্রয়োজনে মানুষের প্রতি সহবেদনশীলতা দেখাতে প্রস্তুত থাকে। এককথায় মানুষ যাতে সুরক্ষিত ও সুস্থ জীবনযাপন করে তার জন্য সদা তৎপর থাকে।