স্বাস্থ্য

বারুইপুর পৌরসভার আশিস দেব রায়, পৌর পরিষদ (স্বাস্থ্য) তত্ত্বাবধানে ১৫-১৮ বছরের করোনা টিকা সম্পন্ন হল পৌরসভা, স্বাস্থ্যকেন্দ্রে ও স্কুলে

অম্বর ভট্টাচার্য, তকমা, বারুইপুর, ৫ই জানুয়ারি ২০২২ : কোভিড ওমিক্রন যখন ক্রমশ মানুষকে আক্রান্ত করছে যার কারণে আক্রান্তের হার হুহু করে বেড়ে চলেছে তখন বারুইপুর পৌরসভার প্রশাসকমন্ডলী সদস্য বিদায়ী পৌরপিতা এবং সি আই সি (স্বাস্থ্য) আশিস দেব রায় দায়িত্ব নিয়ে বারুইপুর হাই স্কুল, পৌরসভা ও স্বাস্থ্যকেন্দ্রে ১৫-১৮ বছরের যুবক যুবতীদের করোনা টিকাকরণের ব্যবস্থা করলেন।

পৌর পরিষদ আশিস দেব রায় জানান, বারুইপুর হাই স্কুলে প্রায় ১০০০ জনকে টিকা দেওয়া হয়েছে, একইসাথে পৌরসভায় ও স্বাস্থ্যকেন্দ্রে প্রায় ৪০০ জনকে টিকা দেওয়া হয়েছে। করোনায় যেভাবে মানুষ আক্রান্ত হচ্ছে তাতে এই টিকা খুবই গুরুত্বপূর্ণ। সমাজের পিলার হল আজকের প্রজন্ম, তাদের সুরুক্ষিত রাখতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সদা প্রস্তুত। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্যোগেই আমরা ময়দানে নেমে মানুষের এই বিপদের সময় পাশে আছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *