ভবানীপুর দুর্গোৎসব সমিতির উদ্যোগে স্বল্পদৈর্ঘ্যের করোনা সচেতনতা ছবি “কুর্নিশ” পুজোমণ্ডপে
বিশেষ প্রতিনিধি, এবিপিতকমা, কলকাতা, ২৭শে আগস্ট ২০২০ : সামনে দুর্গাপুজো, বাঙালির সব থেকে বড় উৎসব। গোটা বছর সকলেই এই উৎসবের দিকে মুখিয়ে থাকে। তবে এবছর করোনার কারণে এই উৎসবের ঘাটতি দেখা দেবে বলে মনে করছেন অনেকেই। মাত্র এক মাস বাকি আছে কিন্তু বাজারের হাল এতটাই খারাপ ব্যবসায়ীরা ইতিমধ্যে চিন্তায় পড়েছেন। কিন্তু তার মধ্যেও করোনা মোকাবিলা করতে ভাবানীপুর দুর্গোৎসব সমিতি তাঁদের চিন্তাভাবনা শুরু করে দিয়েছেন। ইতিমধ্যে এই পুজো কমিটির সাধারণ সম্পাদক শুভঙ্কর রায় চৌধুরী সিদ্ধান্ত নিয়েছেন সাংবাদিক অম্বর ভট্টাচার্য নির্দেশিত করোনা ও লকডাউন নিয়ে তৈরি প্রথম স্বল্পদৈর্ঘ্যের ২৫ মিনিটের বাংলা ছবি “কুর্নিশ” পুজোর ক’টাদিন পুজোমন্ডপ থেকে পুজো এলাকা জুড়ে টিভির মাধ্যমে দর্শনার্থীদের উদ্দেশ্যে দেখানো হবে।
শুভঙ্কর এমনও সিদ্ধান্ত নিয়েছেন পুজোমণ্ডপে ছবির কলাকুশলীদের উপস্থিতিতে এই ছবির সূচনা করবেন। শুধু দিন নির্ধারণ করা বাকি।সাংবাদিক ও নির্দেশক এমনও জানিয়েছেন সূচনার দিন মণ্ডপে উপস্থিত থাকবেন এই ছবির সুরকার ও সঙ্গীতশিল্পী প্রতীক কর্মকার। তবে এইধরনের অভিনব উদ্যোগে সাংবাদিক ও নির্দেশক অম্বর ভট্টাচার্য অভিভূত। অম্বর ভট্টাচার্য জানান, চিরকালই কলম ধরে মানুষের চোখ খুলেছি আর সচেতন করেছি। এই প্রথম ক্যামেরা হাতে মানুষকে করোনা মোকাবিলা করতে সচেতন করার একটা উদ্যোগ নিয়েছি। ছবিতে বলা হয়েছে নিরাপত্তার অধিকার সকলের, কোন বিশেষ শ্রেনীর জন্য তা সীমাবদ্ধ নয়। সমাজের সকলের নিজের সুরক্ষার অধিকার আছে। ছবিতে অভিনয় করেছেন রাজদীপ সরকার, প্রিয়া দেবনাথ, সুমা দে, এসডিপিও অনিল কুমার রায় (কাকদীপ), অনিরুদ্ধ হালদার, মাস্টার আহীর ভট্টাচার্য। অম্বর ভট্টাচার্য আরও বলেন ভবানীপুর দুর্গোৎসব সমিতির এই উদ্যোগে সকলকে আরও উৎসাহী করবে এবং শুভঙ্করের এই প্রয়াসের জন্য আমি সত্যিই কৃতজ্ঞ।