তৃনমূল কংগ্রেস সম্পাদক অভিষেকের নির্দেশ মেনেই সোনারপুর উত্তরে ফিরদৌসীর উদ্যোগে দাবদাহে জলছত্র
অম্বর ভট্টাচার্য, তকমা নিউজ, সনারপুর, ২২শে জুলাই ২০২২ : তৃনমূল কংগ্রেসের শহীদ তর্পণের দিন নির্ধারণ ২১শে জুলাই আর সেই দিনে গোটা রাজ্য থেকে নেতা, কর্মী ও সমর্থকেরা কলকাতায় এসে উপস্থিত হয় একবার নিজের চোখে স্বপ্নের নেত্রী মমতা ব্যানার্জিকে দেখতে এবং তার নির্দেশ শুনতে। প্রতিবছর এই দিনে কর্মী ও সমর্থকদের জন্য অভিষেক ব্যানার্জি নিজের উদ্যোগে কসবা গীতাঞ্জলি স্টেডিয়ামে রাত্রিবাস ও নিরাপত্তার ব্যবস্থা করে থাকেন। দু বছর পর এবছর কোভিড একেবারে নির্মূল হয়নি বলে স্টেডিয়ামে কোভিড নিয়ন্ত্রণের জন্য স্যানিটাইজার ও মাস্কের ব্যবস্থা করা হয়েছিল। একই সাথে কর্মী ও সমর্থকদের জন্য আহারের ব্যবস্থাও করা হয়েছিল।
সেই পথেই হাঁটলেন সনারপুর উত্তর বিধানসভার বিধায়ক ও রাজ্য তৃনমূল কংগ্রেসের সম্পাদিকা ফিরদৌসী বেগম। দঃ ২৪ পরগণা জেলার একমাত্র যাতায়াতের রাস্তা ইস্টার্ন বাইপাস আর তাই ঠিক ঢালাই ব্রিজের মুখে কর্মী ও সমর্থকদের জন্য গ্রীষ্ণের প্রচন্ড দাবদাহ থেকে মুক্তি দিতে জলছত্রের ব্যবস্থা করেছিলেন, যাতে তৃনমূল নেত্রী মমতা ব্যানার্জির নির্দেশ শুনতে ধর্মতলা যাওয়ার পথে এই রাস্তায় একটু জলপান করে কিছুটা হলেও তৃপ্তি পায়। গোটা কর্মসূচীর নেপথ্য ছিলেন সোনারপুর উত্তর বিধানসভার রাজনৈতিক প্রধান ও রাজপুর সোনারপুর পৌরসভার পৌর প্রধান পারিষদের সদস্য নজরুল আলি মন্ডল। আসা যাওয়ার পথে অগুন্তি মানুষ নিজেদের তৃষ্ণা নিবারণ করেছেন এখানে।
আগামী দুর্গাপুজো পর্যন্ত নেত্রী মমতা ব্যানার্জি যে কর্মসূচী ঘোষণা করেছেন তা নীচে দেওয়া হলঃ
৯ই আগস্টঃ বিশ্ব আদিবাসী দিবস। একই দিনে মহরম ও ভারত ছাড় দিবস আছে। ১০টা থেকে ১১টার মধ্যে শেষ করতে হবে।
১৪ই আগস্টঃ মধ্যরাতে স্বাধীনতা সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে পালন।
১৫ই আগস্টঃ ভারতের স্বাধীনতার ৭৫ বছর। নিজেদের বাড়িতে জাতীয় পতাকা উত্তোলন এবং এলাকায় বিভিন্ন অনুষ্ঠান।
২২শে আগস্টঃ কলকাতা পুলিশের সাথে দুর্গা পুজো নিয়ে মিটিং।
২৮শে আগস্টঃ তৃনমূল ছাত্র পরিষদ দিবস কিন্তু রবিবার থাকায় ২৯শে আগস্ট দিনটা পালিত হবে।
১লা সেপ্টেম্বরঃ রাজ্যের সব ব্লকে বিশ্ব হেরিটেজ দিবস পালন, UNESCO বাঙালির দুর্গা পুজোকে ওয়ার্ল্ড হেরিটেজ ঘোষণা করেছে। বেলা দু-টো থেকে কর্মসূচী শুরু হবে। কলকাতার সাথে গোটা রাজ্যের বিভিন্ন ব্লকে র্যালি।
সেপ্টেম্বর মাসে পুজো, এবারের পুজো আরও ভাল করে করতে হবে।