“এরই নাম প্রেম” নিজের বিবাহবার্ষিকীতে আঁকা ছবি “একান্তে” দিয়ে বোঝালেন মন্ত্রী শোভনদেব
অম্বর ভট্টাচার্য, এবিপিতকমা, কলকাতা, ৬ই ডিসেম্বর ২০২০ : বিবাহ শুধুমাত্র একটা সংসার নয়, বিবাহের মধ্যে আছে একটা বন্ধন, একটা প্রেম, একটা ভালবাসা। মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়-এর বিবাহবার্ষিকী ২৯শে নভেম্বর, আর সেই দিনটা মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের খুবই স্মরণীয় তা তিনি বুঝিয়ে দিলেন নিজের হাতে আঁকা ছবি “একান্তে”-এর মধ্যে দিয়ে। স্ত্রী সুপ্রিয়া চট্টোপাধ্যায় আজ আর নেই, গত বছর দীর্ঘদিন অসুস্থ্য অবস্থায় থাকার পর গত বছর ১১ই এপ্রিল সব মায়াকে উপেক্ষা করে পরলোক গমন করেছেন। মন্ত্রী সেদিনও স্ত্রী-র প্রতি যতটা যত্নশীল ছিলেন আজও একই আছে তাঁর প্রতি সেই ভালোবাসা।প্রতি জন্মদিনে মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় স্ত্রীকে নিজের হাতে কেক কেটে খাওয়াতেন।”এরই নাম প্রেম” মানে বন্ধন।মন্ত্রীত্বের হাজার ব্যস্ততা, দলীয় কর্মসূচীর চাপের মধ্যেও তিনি দিনটাকে ভোলেন নি। স্ত্রী সুপ্রিয়া চট্টোপাধ্যায় ছিলেন তাঁর প্রেরণা ও রাজনৈতিক গুরু।তাঁকে রাজনীতিতে এনেছিলেন স্ত্রী সুপ্রিয়া চট্টোপাধ্যায়।কাজের শেষে নিজের একান্ত সময়ে তুলে ধরেছেন মনের মণিকোঠায় থাকা সেই স্মৃতি।মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়কে আমাদের পক্ষ থেকে কুর্নিশ জানাই।