প্রথম পাতা

রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী শোভনদেব “দিদিকে বলো” কর্মসূচীতে রাত কাটালেন যোদপুর পার্কে

অম্বর ভট্টাচার্য, এবিপিতকমা, কলকাতা, ২২শে সেপ্টেম্বর ২০১৯ : “দিদিকে বলো” কর্মসূচীকে জনপ্রিয় করতেই হবে কারণ এই কর্মসূচীর মাধ্যমে সরাসরি সাধারণ মানুষের জনসংযোগ বৃদ্ধি হচ্ছে। একইসাথে এই কর্মসূচীর মাধ্যমে কর্মীদের সাথেও একটা নিবিড় সম্পর্ক তৈরি হচ্ছে। পুরাতন কর্মীদের সাথে যে একটা দুরত্ব তৈরি হয়েছিল তাও এই কর্মসূচীর মাধ্যমে অনেকটা মিটে যাচ্ছে। এই কর্মসূচীর

মাধ্যমে উঠে আসছে অনেক উন্নয়নমূলক ও গঠনমূলক সমাধান। বহু সমস্যা যে দীর্ঘদিন মানুষের মাথাযন্ত্রণার কারণ হয়ে ছিল তাও মিটছে। এবার সরাসরি বিধায়ক, পুর প্রতিনিধি থেকে যুব নেতৃত্ব দায়িত্ব তুলে নিয়েছেন যাতে এলাকার সমস্যার সমাধান হয় এবং মানুষকে সাথে নিয়ে উন্নয়ন করা সম্ভব হয়। তবে এলাকার কিছু নেতৃত্বর বিরুদ্ধে অভিযোগ থাকলে তা এই কর্মসূচীর মাধ্যমে উঠে আসছে না কারণ যার বিরুদ্ধে অভিযোগ করতে হবে তিনি সামনেই হাজির তাই সেই ক্ষোভ মানুষ দিদিকে বলো ওয়াবসাইটে জানাচ্ছে। সাম্প্রতিক দিদিকে বলো কর্মসূচী রূপায়নে কলকাতা কর্পোরেশনের ৯৩ নং ওয়ার্ডে যোদপুর পার্ক অঞ্চলের রেল বস্তিতে রাত কাটালেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, পুরপিতা রতন দে ও যুবনেতা অঙ্কিত রায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *