প্রথম পাতা

সোনারপুর দক্ষিণ বিধানসভায় বিধায়ক জীবন মুখার্জির হাতে শুরু হওয়া জেলায় প্রথম এমএলএ কাপের তৃতীয় বর্ষের ফাইনাল

অমিয় দে, এবিপিতকমা, সোনারপুর, ১লা মার্চ ২০২০ : দক্ষিণ ২৪ পরগনা জেলার সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক জীবন মুখোপাধ্যায় পরিচালনায় আজ থেকে তিন বছর আগে প্রথম এমএলএ কাপ ফুটবল টুর্নামেন্ট শুরু করে। এরপর থেকে অবশ্য জেলার বিভিন্ন জায়গায় এমএলএ কাপ খেলা শুরু হয়েছে। আর এবছর সোনারপুর দক্ষিণে সেই এমএলএ কাপের রাত্রিকালীন চূড়ান্ত পর্যায়ের খেলা হয়ে গেল গত বুধবার। এই ফুটবল খেলার ফাইনালে প্রীতি ম্যাচ হয় বারাইপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে। এরপর এই মূল অংশগ্রহণকারী যে দল দুটি রয়েছেন তাদের মধ্যে খেলা হয়।

খেলাকে কেন্দ্র করে ছিল প্রচুর উন্মাদনা খেলা প্রেমীদের মধ্যে। এই খেলা দেখতে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ শুভাশিস চক্রবর্তী, যাদবপুর লোকসভা কেন্দ্রের সংসদ মিমি চক্রবর্তী, রাজ্যসভার সাংসদ শুভাশিস চক্রবর্তী, মন্ত্রী জাভেদ খান, বিধায়ক ফেরদৌসী বেগম, বারাইপুর জেলা পুলিশের পুলিশ সুপার মনির খান, বিধায়ক পরেশ পাল, বিধায়ক শওকাত মোল্লা, রাজপুর সোনারপুর পৌরসভার পৌর প্রধান ডাঃ পল্লব দাস, রাজপুর সোনারপুর পৌরসভার প্রাক্তন পৌর প্রধান ইন্দুভূষণ ভট্টাচার্য, দঃ ২৪ পরগণা জেলা আই এন টি টি ইউ সি সভাপতি শক্তিপদ মন্ডল সহ জনপ্রতিনিধি থেকে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরাও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *