প্রথম পাতা

নবান্নে তৃতীয়বার মুখ্যমন্ত্রী হয়েই কোভিড মোকাবিলা ও সন্ত্রাস রুখতে কড়া নির্দেশ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির

অম্বর ভট্টাচার্য, তকমা, কলকাতা, ৫ই মে ২০২১ : রাজ্যের করোনা পরিস্থিতি যে অবস্থা হয়েছে তা হাতের বাইরে চলে যাচ্ছে বুঝতে পেরে আজ নবান্নে তৃতীয়বার মুখ্যমন্ত্রী হিসাবে রাজভবনে শপথ নেওয়ার পর কোভিড পরিস্থিতিকে প্রাধান্য দিয়ে মোকাবিলা করার জন্য এবং রাজ্যে বিভিন্ন রাজনৈতিক সন্ত্রাস মোকাবিলা করার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক সাংবাদিক সম্মেলন করেন।তিনি কোভিড পরিস্থিতিকে প্রাধান্য দিয়ে তা মোকাবিলা করতে আগামীকাল থেকে লোকাল ট্রেন চলাচল বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন।তিনি আরও বলেন সরকারি পরিবহণ এবং মেট্রো চলবে ৫০ শতাংশ, পরিবর্তন করা হয়েছে বাজার খোলা রাখার সময়েও, পরিবর্তন হচ্ছে ব্যাংক খোলার সময়ও। শপথগ্রহণের পরই তিনি জানিয়ে দিয়েছিলেন, এইমুহুর্তে দাঁড়িয়ে করোনা মোকাবিলায় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সে কথা মাথায় রেখেই নবান্নে গিয়ে একাধিক নতুন নির্দেশিকা জারি করবেন। তবে এখনই লকডাউনের পথে হাঁটলেন না মুখ্যমন্ত্রী।

  • কাল থেকে বন্ধ রাজ্যের সমস্ত লোকাল ট্রেন।
  • সরকারি পরিবহণ এবং মেট্রো চলবে ৫০ শতাংশ।
  • বিমানযাত্রা ও দূরপাল্লার বাসযাত্রায় আরটিপিসিআর পরীক্ষা বাধ্যতামূলক। বিমানযাত্রার ৭২ ঘণ্টা আগে আরটিপিসিএর পরীক্ষা করতে হবে। তবে রাজ্যে আসার পর ব়্যাপিড টেস্টে করোনা আক্রান্তের হদিশ পেলে ১৪ দিনেক কোয়ারেন্টাইনে থাকতে হবে। এর ব্যবস্থা করবে বিমানবন্দর।
  • বাজার খোলার সময় পরিবর্তন করা হল। সকাল ৭টা থেকে বেলা ১০টা, এবং বিকেল ৫টা থেকে সন্ধে সাতটা পর্যন্ত খোলা থাকবে।
  • তবে বউবাজারের সোনার দোকান খোলা রাখার সময়ে ছাড় দেওয়া হয়েছে। সোনার দোকান দুপুর ১২টা থেকে ৩ পর্যন্ত খোলা থাকবে।
  • ব্যাংক খোলা থাকবে সকাল ১০টা থেকে দুপুর ২টো পর্যন্ত।
  • সরকারি অফিসে ৫০ শতাংশ কর্মীর হাজিরা চালু। বেসরকারি অফিসে ওয়ার্ক ফ্রম হোমে জোর।
  • গ্রামে থাকা ২ লক্ষ ৭৫ হাজার কোয়াক চিকিৎসককে বিশেষ নির্দেশিকা পাঠানো হচ্ছে। যাতে তাঁরা কোভিড চিকিৎসা করতে পারেন।
  • বন্ধ থাকছে রেস্তরাঁ, শপিং মল, জিম, সুইমিং পুল, বিউটি পার্লার, স্পা, পাব, বার।
  • রাজনৈতিক, সাংস্কৃতিক, শিক্ষামূলক সমস্ত জমায়েত নিষিদ্ধ। বিয়েবাড়িতে সর্বাধিক ৫০ জন অতিথি উপস্থিত থাকতে পারবেন।
  • কোন রাজনৈতিক সন্ত্রাসকে পুলিশ প্রশাসনকে নির্দেশ দিয়েছেন কড়া হাতে মোকাবিলা করতে। তিনি বলেন রাজ্যে বিজেপি অধ্যুষিত কেন্দ্রে বেশি সন্ত্রাস হচ্ছে, কোনরকমভাবে কোন রাজনৈতিক প্রতিহিংসা প্রশাসন বরদাস্ত করবে না। প্রয়োজনে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এমন ঘটনা ঘটলে পুলিশের কাছে অভিযোগ করলে পুলিশ অবিলম্বে কড়া হাতে ব্যবস্থা নেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *