এবিপিতকমা-র আবেদনকে পূর্ণ মান্যতা দিয়ে ৩৫ জন অসহায় মানুষকে রান্না করা খাবার দিয়ে ৫দিন সহযোগিতা করলেন পাপিয়া
অম্বর ভট্টাচার্য, এবিপিতকমা, সোনারপুর, ৫ই মে ২০২০ : করোনা যখন গোটা বিশ্বের মানুষকে অসহায় করে দিয়েছে তখন রাজপুর সোনারপুর পৌরসভার ১ নং ওয়ার্ডের পৌরমাতা ও দঃ ২৪ পরগণার তৃণমূল যুব কংগ্রেসের কার্যকরি সভাপতি অনিরুদ্ধ হালদার (পার্থ)-এর উদ্যোগে ২৬শে এপ্রিল থেকে গোটা ওয়ার্ডের মানুষকে রান্না করা খাবার পৌঁছে দেওয়ার কর্মসূচী “কল্পতরু” শুরু হয়। এই কর্মসূচীতে প্রথমদিন যদিও ৬০০ জনকে এই ডিম ভাত পৌঁছে দেওয়া শুরু হলেও শেষদিন অর্থাৎ ৫ই মে মানুষের চাহিদা বেড়ে যাওয়ার ফলে শেষ হয় ১২০০ জন দিয়ে। প্রতিদিন মানুষকে সময়মাফিক ডিম ভাত পৌঁছে দেওয়ার দায়িত্ব নিরলসভাবে তুলে নেয় ওয়ার্ডের তৃণমূল কর্মীরা ও বিভিন্ন বুথের নেতৃত্বরা।
একইভাবে এবিপিতকমা-র অসহায় মানুষের জন্য সহযোগিতার আবেদনকে পূর্ণ মান্যতা দিয়ে পৌরমাতা পাপিয়া হালদার ও পার্থ হালদার এগিয়ে আসে। ৩০শে এপ্রিল থেকে সঠিক সময় রাজপুর সোনারপুর পৌরসভার ৫ নং ওয়ার্ডের একটা অঞ্চলে ৩৫ জন মানুষের জন্য নিয়ম করে এই ডিম ভাত পৌঁছানোর ব্যবস্থা করেন। আমি ও আমার এক সহযোগী রতন দাস (গৌতম) সেই রান্না করা খাবার এমন মানুষদের কাছে পৌঁছে দিতে সক্ষম হোই যাদের বর্তমানে কোন রোজগার নেই কারণ গোটা রাজ্যে লকডাউন চলছে। কেউ ছোট দোকানে কাজ করেন, কেউ মানুষের বাড়ি কাজ করেন, কেউ বা বৃদ্ধা,
কেউ স্কুল ভ্যান রিকসা চালায়, কেউ ভ্যান চালায়, কেউ রেল স্টেশনে সামান্য দোকান ব্যবসায়ী যা বর্তমানে বন্ধ, কেউ আবার স্ত্রী সন্তান নিয়ে কর্মহীন হয়ে পড়ায় সম্পূর্ণ অসহায় ও দিশাহারা। পার্থ হালদার ও পাপিয়া আমাদের উপর সম্পূর্ণ ভরসা ও বিশ্বাস রেখে এই পরিষেবা পৌঁছে দিয়েছে এই অসহায় মানুষগুলো যাতে অনাহারে কষ্ট না পায় বা অভুক্ত না থাকে। এরজন্য আমি আমার সংবাদমাধ্যমের পক্ষ থেকে প্রকৃত মানবিক এই দুই অসময়ের সঙ্গীর কাছে চির কৃতজ্ঞ। তাদের এই অসহায় মানুষের পাশে দাঁড়ানোকে কোন মূল্য বা ধন্যবাদ দিয়ে ছোট করা যাবে না।