প্রথম পাতা

করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন তৃণমূল বিধায়ক তমোনাশ ঘোষ

অম্বর ভট্টাচার্য, এবিপিতকমা, কলকাতা, ২৪শে জুন ২০২০ : ২৪শে মে তমোনাশ ঘোষ তাঁর কালিঘাটের বাড়িতে করোনায় আক্রান্ত হয়ে বাইপাসের পাশে এক বেসরকারি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসা চলাকালীন তাঁর শারীরিক পরিস্থিতির অবনতি ঘটতে শুরু করে। এরপর মাল্টি অরগান ফেলিওর শুরু হয়। আজ সকালে তমোনাশ ঘোষ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬০।

তমোনাশ ঘোষ ফলতা বিধানসভা কেন্দ্রের তিনবারের বিধায়ক।কাজের সূত্রে গত মাসে দুর্গাপুরে গিয়েছিলেন দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের চেয়ারম্যান তমোনাশ। সেখান থেকে ফিরে অসুস্থ হয়ে পড়েন। তাঁর করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ আসে। গত ২৪ মে তাঁকে বাইপাসের বেসরকারি হাসপাতালে ভরতি করা হয়েছিল। তীব্র শ্বাসকষ্টের জন্য প্রথম থেকেই তৃণমূলের সর্বভারতীয় কোষাধ্যক্ষকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল। 

হাসপাতাল সূত্রে খবর, তমোনাশের রক্তে সুগারের মাত্রা অত্যধিক বেশি ছিল। ওষুধ দিয়ে তা কিছুটা নিয়ন্ত্রণে রাখা হয়েছিল। পরে সোডিয়ামের পরিমাণ বেড়ে গিয়েছিল। কিন্তু দীর্ঘদিন ভেন্টিলেশনে থাকার কারণে তাঁর গলায় সংক্রমণ হয়েছিল। গত তিনদিন তাঁর অবস্থা অত্যন্ত সংকটজনক ছিল। তারপর মাল্টি অর্গ্যান ফেলিয়োর হয়ে আজ সকালে মৃত্যু হয় ফলতার তিনবারের বিধায়কের। তমোনাশ ঘোষের মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে তৃণমূল শিবিরে। একইসাথে কালিঘাটে খোদ মুখ্যমন্ত্রীর পাড়ায় আতঙ্কের ছায়াও নেমে আসে।সকলের আশঙ্কা, এবার করোনার থাবা কালিঘাটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *