করোনার কারণে বিলম্ব হলেও বিদায়ী পৌরমাতার উদ্যোগে বিজেপির জনবিরোধী নীতির প্রতিবাদ সভায় মনু থেকে আরাবুল
অম্বর ভট্টাচার্য, এবিপিতকমা, সোনারপুর, ১৭ই জুলাই ২০২০ : কেন্দ্রের বিজেপি সরকারের এই করোনা বিপর্জয়ের সময় বেশ কিছু জনবিরোধী নীতির প্রতিবাদে সভা করে মানুষের কাছে তুলে ধরার নির্দেশ নিয়েছেন দলীয় নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। পারিবারিক করোনা সংক্রমণের কারণে সময়মত প্রতিবাদ সভা না করতে পারলেও থেমে থাকেন নি রাজপুর সোনারপুরের ১ নং ওয়ার্ডের বিদায়ী পৌরমাতা পাপিয়া হালদার। শ্রীনগর ও পঞ্চসায়ার রোডের সংযোগস্থলে পাপিয়ার উদ্যোগে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়। এই সভায় রাজপুর সোনারপুর পৌরসভার প্রাক্তন সি আই সি ও বর্তমানের প্রশাসকমন্ডলীর সদস্য নজরুল আলি মন্ডলের উপস্থিত থাকার কথা থাকলেও সর্বত্র করোনার সংক্রমণের কারণে না আসতে পারলেও এই সভায় তাঁর নৈতিক সমর্থন করেছেন বলে জানান দঃ ২৪ পরগণার তৃণমূল যুব কংগ্রেসের কার্যকরি সভাপতি ও পাপিয়া হালদারের স্বামী অনিরুদ্ধ হালদার (পার্থ)।
সভায় উপস্থিত ছিলেন বিধায়ক আরাবুল ইসলাম, বাহারুল ইসলাম, গড়িয়া টাউন তৃণমূল কংগ্রেস সভাপতি ও বর্তমানে রাজপুর সোনারপুর পৌরসভার অন্যতম প্রশাসকমন্ডলীর সদস্য বিভাস মুখার্জি (মনু), পাপিয়া হালদার, কলকাতা কর্পোরেশনের ১১০ নং ওয়ার্ডের যুব নেতা সুব্রত মন্ডল, বাপন নস্কর, প্রতীক দাস, মনন চৌধুরী সহ স্থানীয় নেতৃত্বদের অনেকে।সকলেই কেন্দ্রের বিজেপি সরকারের জন বিরোধী নীতির বিরুদ্ধে গর্জে উঠেছেন পাশাপাশি স্থানীয় বিজেপি কর্মীদের আক্রমণ করতে ছাড়েন নি। তাঁদের এই সভা থেকে এলাকায় নোংরা রাজনীতি না করার হুশিয়ারি দেওয়া হয়।এই করোনা বিপর্জয়ের মধ্যে কেন্দ্রে থাকা বিজেপি সরকার জালাই তেলের মূল্য বৃদ্ধি, রেলের একাংশ বেসরকারিকরণ, কয়লা শিল্পকে বেসরকারির হাতে তুলে দেওয়া, করোনা নিয়ে উদাসীনতা নিয়ে এই সভায় প্রতিবাদ করা হয়।