খবরাখবর

করোনা সংক্রমণের মোকাবিলায় হিমশিম রাজপুর সোনারপুরের ৫ নং ওয়ার্ডের বিদায়ী পৌরপিতা তরুণ কান্তি

অম্বর ভট্টাচার্য, এবিপিতকমা, সোনারপুর, ১৭ই জুলাই ২০২০ : দঃ ২৪ পরগণা জেলার মধ্যে এই মুহুর্তে সোনারপুর ব্লক এক নম্বরের দিকে। শুধুমাত্র নরেন্দ্রপুর থানা এলাকায় আক্রান্তের সংখ্যা প্রায় ১৩০। রাজপুর সোনারপুর পৌরসভার ৫ নং ওয়ার্ডে আক্রান্তের সংখ্যা ধীরে ধীরে বেড়েই চলেছে। এতেও এলাকার মানুষের কোন হেলদোল নেই। কেউ নিজেদের গতিবিধির উপর এবং সরকারি স্বাস্থ্যবিধি নিয়ে সচেতন নয়। এখনও মুখে মাস্ক দেখা যাচ্ছে না অনেকের মুখে অথবা সামাজিক দুরত্ব বজায় রাখার কোন বালাই নেই।

রাজপুর সোনারপুর পৌরসভার ৫ নং ওয়ার্ডে বেশ কিছু সংক্রমিত এলাকা নরেন্দ্রপুর থানার উদ্যোগে ব্যারিকেড করে দেওয়া হলেও তা নিয়ে বেশ অসন্তোষ দেখা দিয়েছে সেই এলাকার বাসিন্দাদের মধ্যে। তাঁদের বক্তব্য কেন এভাবে নজরদারি করা হবে।তাঁদের কথা অনুযায়ী ব্যারিকেড থাকলেও কেউ বাইরে থেকে না এলেও তাঁদের বাইরে যেতে দেওয়া উচিত। সাম্প্রতিক ওয়ার্ড অফিস এলাকায় সংক্রমিত বাড়িগুলো নিজে উপস্থিত থেকে জীবাণুমুক্ত করলেন বিদায়ী পৌরপিতা তরুণ কান্তি মন্ডল সঙ্গে ছিলেন গড়িয়া টাউন জয়হিন্দ বাহিনীর সভাপতি অরিন্দম দত্ত সহ অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *