প্রথম পাতা

গড়িয়ার ৫ নং ওয়ার্ডের যুব সভাপতি অরিন্দম করোনা দুর্জোগে তৃণমূলের পুরানো কর্মীদের পাশে দাঁড়ালেন

অম্বর ভট্টাচার্য, এবিপিতকমা, সোনারপুর, ১০ই এপ্রিল ২০২০ : করোনা দুর্জোগের ফলে সারা বিশ্বের সাথে এই রাজ্যের মানুষও এক চরম বিপর্জয়ের সম্মুখীন হয়েছে। মানুষ এখন খাদ্য সঙ্কটের আশঙ্কা করছেন। নিজে ও পরিবারকে কিভাবে রক্ষা করবে এই নিয়ে বেশ দুশ্চিন্তায় কাটছে দিন ও রাত। কারণ গোটা দেশ প্রায় ৩৮দিনের লকডাউনের মুখোমুখি হয়েছে। অফিস বন্ধ, দোকান বন্ধ, পরিবহণ বন্ধ। শুধু জরুরী পরিষেবার কয়েকটা দপ্তর চালু রয়েছে যেমন মুদির দোকান, রেশন দোকান, বাজার, ফুল, দুধ, সংবাদপত্রের মত কয়েকটা পরিষেবা। বাকি মানুষ লকডাউনে গৃহবন্দি।

এইরকম অবস্থায় রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি এবং নেতৃত্ব মানুষের সাহায্যের জন্য খাদ্য সামগ্রী তুলে দেওয়ার একটা প্রয়াস নিয়েছে। যদিও অধিকাংশ জায়গায় তৃণমূলকে দেখা যাচ্ছে এই সাহায্য করতে। সিপিএমের তো কোথাও টিকিও দেখা যাচ্ছে না, যদিও কংগ্রেস ও বিজেপি মাঝেমাঝে চোখে পড়ছে। এটা যদিও সাধারণ মানুষকে সাহায্য করা হচ্ছে। কিন্তু তৃণমূলের যারা পুরানো কর্মী বা বর্ষীয়ান কর্মী তাদের কি হবে? বর্ষীয়ান কর্মী বলতে যাদের বয়স ৬০-এর উপরে। তাঁরা তো রাস্তায় সকলের সাথে লাইনে দাঁড়িয়ে খাদ্য সামগ্রী নেওয়ার জন্য লাইন দিতে পারছেন না। এদিকে দল থেকে ব্যবস্থা করেছে সেটাতেও নিজেকে কখনও সামিল হতে হচ্ছে।

এই ধরনের পুরানো নেতৃত্ব বা কর্মীদের জন্য সাহায্যের হাত বাড়িয়েছেন রাজপুর সোনারপুর পৌরসভার ৫ নং ওয়ার্ডের যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সহ জয়হিন্দ বাহিনীর গড়িয়া টাউন সভাপতি অরিন্দম দত্ত।তিনি ৫ নং ওয়ার্ডের এরকম ৩০ জন কর্মীকে চিহ্নিত করে তাদের বাড়িতে এক বস্তা করে চাল পাঠানোর উদ্যোগ নিয়েছেন। এব্যাপারে অরিন্দম জানান, রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তৃণমূলের সর্বাধিনায়িকা মমতা ব্যানার্জি বহুবার সভায় বক্তব্য রাখতে গিয়ে বলেছেন দলের সম্পদ দলের পুরানো কর্মীরা। তাদের সাথে নিয়ে কাজ করতে হবে, তাদের সম্মান জানাতে হবে, তাদের গুরুত্ব দিতে হবে। তাই নেত্রীর আদর্শকে মাথায় নিয়ে এই উদ্যোগ নিয়েছি কারণ এই পুরানো কর্মীরা অবস্থার বিপাকে নিজেদের কথা মুখ ফুটে বলতে পারছেন না, এদিকে নিজেদের সেরকম পরিস্থিতি নেই যে সংসারের সকল সদস্যদের অন্নের যোগাড় করবে। লকডাউন হওয়াতে সকলের রোজগারে টান পড়েছে তাই এই ওয়ার্ডে তাদের পাশে যুব তৃণমূল কংগ্রেস থাকার অঙ্গীকার নিয়েছে। এটা দলের প্রতি পুরানো কর্মীদের একসময়ের ত্যাগস্বীকারের একটা সম্মাননা জানানো মাত্র। এই মানুষগুলো জীবনের অনেকটাই এই দলের জন্য ত্যাগ করেছেন তাই আজ আমরা ক্ষমতায় আছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *