রাসবিহারী রোডে ২১শে জুলাই-এর সমাবেশ নিয়ে দেওয়াল লিখন করলেন মায়া রায় ও সায়নী ঘোষ
অম্বর ভট্টাচার্য, তকমা নিউজ, কলকাতা, ১০ই জুলাই ২০২২ : দুবছর শহীদ দিবস ২১শে জুলাই কোভিডের কারণে পালিত হয় ভার্চুয়ালি। দুবছর ধরে তৃনমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি নেতা, কর্মী ও জনসাধারণের জন্য ভার্চুয়ালি ভাষণ দেন। এবার ফের ২১শে জুলাই-এর উন্মাদনা শুরু হয়েছে। গোটা বাংলায় দেওয়ালে দেওয়ালে ২১শে জুলাই-এর বার্তা।
আজ রাসবিহারী রোডে ২১শে জুলাই নিয়ে দেওয়াল লিখলেন সাংসদ ও কলকাতা কর্পোরেশনের চেয়ারপার্সেন মালা রায়, রাজ্য তৃনমূল যুব কংগ্রেসের সভাপতি সায়নী ঘোষ, সার্থক বন্দ্যোপাধ্যায় সহ অনেকে। সকলে অপেক্ষায় রয়েছে এবার ২১শে জুলাই দলীয় কর্মী ও নেতৃত্বদের কি বার্তা দিতে চলেছেন মমতা ব্যানার্জি। সামনেই পঞ্চায়েত নির্বাচন, তার আগে কি তৃনমূলের ব্লক ও টাউন স্তরের বিভিন্ন কমিটি ও তৃনমূলের শাখা সংগঠনের কমিটি তৈরির বার্তা দেবেন নেত্রী মমতা ব্যানার্জি। এই নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে সাথে অনেকের আতঙ্ক। ছবি : অসীম পাল।