স্বাস্থ্য

গরম পড়ার আগেই কলকাতা কর্পোরেশনের ১১৪ নং ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধ সচেতনতায় পৌরপিতা বিশ্বজিতের বর্ণাঢ্য পদযাত্রা

অম্বর ভট্টাচার্য, এবিপিতকমা, কলকাতা, ৯ই ফেব্রুয়ারি ২০২০ : এতদিন শীত থাকার ফলে মশার উৎপাত কিছুটা কম ছিল কিন্তু এবার শীতের বিদায় বেলার সাথে সাথেই মশার আনাগোনা শুরু হচ্ছে। তাই ঠিক গরম পড়ার আগেই কলকাতা কর্পোরেশনের ১১৪ নং ওয়ার্ডের পৌরপিতা বিশ্বজিত মন্ডল সাম্প্রতিক ডেঙ্গু প্রতিরোধ সচেতনতা নিয়ে এক বর্ণাঢ্য পদযাত্রার আয়োজন করেন।এই পদযাত্রায় ডেঙ্গু প্রতিরোধ সচেতনতার বার্তা নিয়ে বেশ কিছু স্লোগান ও প্ল্যাকার ছিল। এছাড়া সতর্কতার জন্য মশারি

ব্যবহারের জন্য দুটো গোটা মশারি রাখা হয় পদযাত্রায়। যাতে এই মশারি দেখে মানুষ ডেঙ্গু থেকে বাঁচতে মশারি ব্যবহার করে।ডেঙ্গু রোধের জন্য সামাজিক বার্তা দেওয়ার জন্য মিছিলে অংশগ্রহণ করেন পৌরপিতা বিশ্বজিত মন্ডল সহ একজন পুরোহিত, একজন মৌলবি, একজন ক্রিস্টান পাদ্রি ও স্থানীয় স্কুলের তিনজন প্রধান শিক্ষক ছাড়াও ওয়ার্ডের স্বাস্থ্য কর্মী, সাফাই কর্মী ও তৃণমূল দলের অসংখ্য কর্মী ও

সমর্থক সহ এলাকার বহু সচেতক মানুষ। একেই করোনা ভাইরাসের আতঙ্কে ভুগছে মানুষ তার সাথে আবার ডেঙ্গু-র প্রকোপে যেন মানুষকে না পড়তে হয় তাই দলের নির্দেশ মেনে এই কর্মসূচী নিয়েছেন স্থানীয় পৌরপিতা বিশ্বজিত মন্ডল।মিছিলে প্রচার করা হয় ডেঙ্গু রোধ করতে কি কি পদক্ষেপ নেওয়া

প্রয়োজন এবং এরপরও যদি কেউ যদি ডেঙ্গু আক্রান্ত হন তবে চিকিৎসার জন্য সরকারি হাসপাতালে বিনা পয়সায় চিকিৎসার ব্যবস্থা রয়েছে তাও প্রচার করা হয়।এই বর্ণাঢ্য পদযাত্রা গোটা ওয়ার্ড পরিক্রমা করে। বিশেষ করে এই এলাকার বেশ কিছু কলোনি এলাকা আছে সেখানে এই পদযাত্রা বেশি করে পরিক্রমা করে পৌরপিতা বাসিন্দাদের সচেতন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *