স্বাস্থ্য

রাজপুর সোনারপুর পৌরসভার পৌর প্রধান জানালেন আবার মঙ্গলবার থেকে ডেঙ্গি পরীক্ষা হবে, কিট আছে ভুল তথ্য দেওয়া হচ্ছে, এমনটা হলে কড়া ব্যবস্থা

নিজস্ব প্রতিনিধি, তকমা নিউজ, রাজপুর সোনারপুর, ২৫শে সেপ্টেম্বর ২০২৩ : আমাদের এই প্রতিবেদনের পর রাজপুর সোনারপুর পৌরসভার পৌর প্রধান ডাঃ পল্লব দাস আমাদের ফোন করে জানান, ১৫দিন ডেঙ্গু কিট ছিল না কারণ কিটের মেয়াদ শেষ হয়ে গেছে। আবার নতুন কিট মাতৃ সদন থেকে দেওয়া হয়েছে কিন্তু যে রক্ত সংগ্রহ করবে তিনি ছুটিতে আছেন তাই হচ্ছে না, আগামীকাল থেকে আবার ডেঙ্গু টেস্ট ও ব্লাড কাউন্ট পরীক্ষা হবে। তিনি আরও বলেন ব্লাড কাউন্ট পরীক্ষার জন্য গড়িয়ায় শুধু রক্তের নমুনা সংগ্রহ করে মাতৃ সদনে পাঠানো হয় মাত্র। এই সংগ্রহের কাজ সব স্বাস্থ্যকেন্দ্রে চলছে এবং চলবে, কোথাও বন্ধ নেই। যদি কেউ বলে থাকে তবে সে মিথ্যে কথা বলেছে।

যে স্বাস্থ্যকর্মীরা মানুষকে ভুল বোঝাচ্ছে যে গত একমাস ধরে গড়িয়া স্বাস্থ্যকেন্দ্রে ডেঙ্গু পরীক্ষা হচ্ছে না তাদের সনাক্ত করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পৌর প্রধান আশ্বস্ত করেন গড়িয়া ও মাতৃ সদনে ডেঙ্গু পরীক্ষা ও ব্লাড কাউন্ট পরীক্ষা হবে। আবার তিনি বলেন মাতৃ সদনে ডেঙ্গু পরীক্ষা হবে সোম, বুধ ও শুক্র আর গড়িয়া স্বাস্থকেন্দ্রে মঙ্গল, বৃহস্পতি ও শনিবার হবে বেলা ১টা পর্যন্ত। আমরাও সেইমত পাঠকদের অবগত করতে জানালাম যদি কারও প্রয়োজন হয় তবে তারা সঠিকদিনে গিয়ে পরীক্ষা করাতে পারেন। ১ থেকে ৪ নং ওয়ার্ডে অনেকেই ডেঙ্গু আক্রান্ত হচ্ছেন। তবে যে তথ্য দেওয়া হয়েছে যে মশা মারার তেল বর্ষার সময় দেওয়া হয় না কারণ বর্ষার জলে ধুয়ে যায় সেটাও ভিত্তিহীন কারণ বর্ষাতেই ডেঙ্গু-র প্রভাব দেখা দেয় আর যদি সেই সময় ডেঙ্গু মোকাবিলা করতে মশা মারার তেল না দেওয়া হয় তবে তা আরও বাড়বে। আসলে আর কিছুই নয় সবটাই ফাঁকিবাজিতে চলছে কারণ দেখার লোক নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *