স্বাস্থ্য

ইন্ডিয়ান সোসাইটি অফ হেমাটোলজি ও ব্লাড ট্রান্সফিউশনের (ISHBT) তেষট্টিতম বার্ষিক সন্মেলন (HAEMATOCON – 2022)

অম্বর ভট্টাচার্য, তকমা নিউজ, কলকাতা, ৩রা নভেম্বর ২০২২ : আমাদের দেশ ব্যাপকভাবে বিভিন্ন সংক্রামক, রোগ ক্রনিক অসুখ বা লাইফস্টাইল ডিজিজের মোকাবিলা করেছে। এইসব অসুখ নিয়ে জনসাধারণ অনেক সচেতন। কিন্তু এসবের বাইরেও ভারতে এক বিশাল সংখ্যক মানুষ অ্যানিমিয়া, থ্যালাসেমিয়া, সিকলসেল অ্যানিমিয়া, হিমোফিলিয়া বা বিভিন্ন ধরণের রক্তের ক্যানসারে ভুগছেন।
সাম্প্রতিক এক সমীক্ষায় দেখা গেছে ভারতের প্রায় পঞ্চাশ শতাংশ মানুষ, বংশগত কারণে, বিভিন্ন অসুখের জন্য বা শুধু অপুষ্টির কারণেই অ্যানিমিয়ায় ভুগছেন। জিনগত লোহিত রক্ত কণিকার অসুখের বা ‘হিমোগ্লোবিউনোপ্যাথি’র উপস্থিতিও আমাদের দেশে অনেক বেশি। থ্যালাসেমিয়ার মতো সিকলসেল ডিজিজও দেশের বিভিন্ন অংশে বিপদ হয়ে দেখা দেচ্ছে।
ভারতীয়দের মধ্যে পাঁচ শতাংশের কিছু বেশি থ্যালাসেমিয়া রোগী আছেন। কিন্তু সিকলসেল ডিজিজও আগামীদিনের বিপদ হয়ে উঠছে। ইতিমধ্যেই দেশের কয়েকটি অংশে ও কিছু শ্রেণীর ষাট শতাংশ মানুষের মধ্যে এই অসুখ দেখা দিয়েছে। এই সব রোগের বিষয়ে জনগণকে সচেতন করতে কেন্দ্রীয় ও বিভিন্ন রাজ্যসরকারী স্তরে নানান পদক্ষেপ নেওয়া হলেও এখনও পর্যন্ত তেমন কোন ফল পাওয়া যায় নি।

এই পরিপ্রেক্ষিতে ইস্টার্ন হেমাটোলজি গ্রুপের পরিচালনায় শুরু হতে চলেছে ইন্ডিয়ান সোসাইটি অফ হেমাটোলজি ও ব্লাড ট্রান্সফিউশনের (ISHBT) তেষট্টিতম বার্ষিক সন্মেলন (HAEMATOCON – 2022)। বিভিন্ন রক্তের রোগ ও রক্তের গঠনগত ত্রুটির বিভিন্ন অত্যাধুনিক চিকিৎসা, গবেষণা ও চিকিৎসার অগ্রগতি সম্পর্কে আলোচনাই এই সন্মেলনের মুল উদ্দেশ্য। চার দিনের এই সন্মেলনে দেশ বিদেশের প্রবাদপ্রতীম বিশেষজ্ঞ চিকিৎসক, গবেষক ও বিজ্ঞানীদের মধ্যে এই বিষয়ে জ্ঞানের আদান প্রদান হবে। সম্মৃদ্ধ হবে এদেশের রক্ত সম্পর্কিত চিকিৎসা ব্যবস্থাও। অ্যানিমিয়া, ও সিকলসেল অ্যানিমিয়া সম্পর্কিত জনস্বাস্থ্যের উন্নতিই এই সন্মেলনের প্রধান উদ্দেশ্য। আশা করা যায় একই সঙ্গে থ্যালাসেমিয়া ও আন্যান্য রক্তের অসুখ এবং লিউকেমিয়া, মায়োলোমা বা লিম্ফোমার মতো বিভিন্ন রক্তের ক্যান্সারের চিকিৎসার অনেক নতুন দিক উন্মুক্ত হবে।
দেশের বিভিন্ন রাজ্য থেকে প্রায় পনেরশ চিকিৎসক এই কনফারেন্সে যোগদান করবেন। এঁদের মধ্যে যেমন ASH, EHA, Sickle Global Network, ICMR, Delhi, MOTA বা NHA এর মতো সংগঠনের চিকিৎসকরা আছেন তেমনই আছেন কেন্দ্রীয় ও বিভিন্ন রাজ্য সরকারের প্রতিনিধিরাও। প্রবাদপ্রতীম বাইশ জন হিমাটোলজির অধ্যাপক – বিজ্ঞানীরা সন্মেলনের সিএমই ও ওয়ার্কশপ পরিচালনা করবেন, বক্তব্য রাখবেন দেশের সাড়ে তিনশ জন বিশেষজ্ঞ চিকিৎসক।
কলকাতায় তেষট্টিতম হেমাটোকন-২২ এর আয়োজক ইন্ডিয়ান সোসাইটি অফ হেমাটোলজি ও ব্লাড ট্রান্সফিউশনের (ISHBT) পূর্বাঞ্চলীয় শাখা ইস্টার্ন ইস্টার্ন হেমাটোলজি গ্রুপ। পুর্ব ভারতের প্রত্যন্ত প্রান্তেও প্রতিটি নাগরিকের কাছেই রক্ত সংক্রান্ত রোগের চিকিৎসার সুযোগ পৌঁছে দেওয়াই তেষট্টি বছরের পুরান এই দেশের একমাত্র হেমাটোলজিস্টদের আঞ্চলিক সংঠনের উদ্দেশ্য। ISHBT পুর্ব ভারতে সাধারণ চিকিৎসকদের মধ্যে হেমাটলজির পঠনপাঠন, গবেষণা প্রভৃতির উপরে নিয়মিতভাবে গুরুত্ব দিয়ে থাকে। চিকিৎসকরা আছেন তেমনই আছেন কেন্দ্রীয় ও বিভিন্ন রাজ্য সরকারের প্রতিনিধিরাও। ISHBTর অ্যাকাডেমিক উইং ‘ইন্ডিয়ান কলেজ অফ হেমাটোলজি’ এগুলি দেখাশোনা করে থাকে। এছাড়াও সরকারী প র্যায়ে হেমাটোলজি সংক্রান্ত বিষয়ে কথা বলার জন্য সম্প্রতি একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল গঠন করা হয়েছে।
কটক এস সি বি মেডিক্যাল কলেজের হেমাটলজির প্রধান, ও অর্গানাইজিং চেয়ার পার্সন প্রফেসর রবীন্দ্র কুমার জেনা,কলকাতা এন আর এস মেডিক্যাল কলেজের হেমাটলজির প্রধান ও অর্গানাইজিং সেক্রেটারি ডাঃ তুফান কান্তি দলুই, ISHBTর সম্পাদক ডা. মৈত্রেয়ী ভট্টাচার্য্য এবং হেমাটোকন -২০২২ এর কো চেয়ার পার্সন ডা. শান্তনু বসু সন্মেলনে বক্তব্য রাখেন।

Haematocon – 2022
Date: 3rd November- 6thNovember 2022
Venue: Biswa Bangla Convention Centre, Kolkata
Theme: Haematology: Bench / Basic / Beyond
Focus: Blood Disorder of Public Health Importnace: Anemia, Sickle Cell Disease, Others
*More than 1500 Doctors from different parts of the Country to take part.
*Representatives of American Society of Haematology (ASH) (Prof. Narla Mohan Das, Vice President, Prof. Alexis Thompson, Past-President), USA, European Haematology Association (EHA), Amsterdam the Sickle Global Network, Canada (Prof. Isaac Odame, Director)
*Twenty Eminent Internationally renowned hematologists Prof Inusa Baba, UK, Prof. Shaji Kumar, Mayo Clinics, USA, Prof. Phillip Scheinberg, USA, Prof. Philip Kuriakose, USA, Prof. Kalpna Gupta, USA, Prof. Vishal Jayakar, UK, Prof, Ashutosh Wechalekar, UK etc to attend amid 80 top National faculty and representatives of ICMR, Delhi, National Health Academy, MOTA of Govt. of India, etc.
22 International Speaker
About 400 research paper will be deliberated and discussed
About 12 workshops will be conducted across different Institutions of Kolkata for training of young haematologists regarding various advances in the diagnosis and management.
Walk for Haematology on 5th November 2022
*Conference to deliberate on blood disorders and diseases, share ideas on latest advances in diagnosis and treatment that would directly translate to patient management in India. Basic and new avenues for control and prevention of blood diseases of highest importance of India

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *