স্বাস্থ্য

নারায়ানা হাসপাতালে বসেই মাধ্যমিক পরীক্ষা দিল জিত

বিশেষ প্রতিনিধি, এবিপিতকমা, হাওড়া, ২৩শে ফেব্রুয়ারি ২০২০ : প্রতিবছর মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক পরীক্ষায় কিছু না কিছু নিদর্শন ঘটবেই। এবছরও তাই হল। ২১শে ফেব্রুয়ারি গভীর রাতে হাওড়ার নারায়ানা হাসপাতালে ডাঃ সতীশ গুপ্ত-র অধীনে নিমুনিয়া রোগে আক্রান্ত হয় ১৬.৮ বছরের আন্দুলের মহিয়ারি কুন্ডু চৌধুরী ইন্সটিটিউশনের এবারের মাধ্যমিকের ছাত্র জিত চৌধুরী ভর্তি হয়।জিতের বাড়ি জগাছা থানা অন্তর্গত সুভাষ পল্লীতে।অসুস্থ জিতের মানসিক অবস্থা খুব একটা ভাল ছিল না কারণ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়ে গেছে, সামনেই ইতিহাস পরীক্ষা। হাসপাতাল কতৃপক্ষ দায়িত্ব নিয়ে পশ্চিমবঙ্গ মাধ্যমিক পর্ষদের কাছে লিখিত অনুরোধ পাঠিয়ে হাসপাতালে বিছানায় বসে ইতিহাস পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করে দেয়। শিক্ষা পর্ষদের অনুমতিতে অবশেষে হাসপাতাল চিকিৎসক ও মাধ্যমিক বোর্ডের পরীক্ষা পর্যবেক্ষকের তত্ত্বাবধানে জিত হাসপাতালে বিছানায় বসে ইতিহাস পরীক্ষা দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *