সম্পূর্ণ বিনামূল্যে গণ টিকাকরণ এ বার জেআইএস গ্ৰুপের সূর ইনস্টিটিউট অফ টেকনোলজিতে
নিজস্ব প্রতিনিধি, তকমা, কলকাতা, ২৭শে জুলাই ২০২১ : সূর ইনস্টিটিউট অফ টেকনোলজি (ড. সুধীর চন্দ্র সূর ইনস্টিটিউট এন্ড স্পোর্টস কমপ্লেক্স) যেটি জেআইএস গ্ৰুপের অন্তর্গত, সম্প্রতি একটি গণ টিকাকরণ আয়োজন করলো তাদের ক্যাম্পাসে। তিনদিন ব্যাপী এই টিকাকরণটি চলবে ২৬ থেকে ২৮শে জুলাই ২০২১ পর্যন্ত। কলেজের ছাত্র-ছাত্রী তাঁদের পরিবার, স্টাফ মেম্বারদের পরিবার, প্রাক্তনীসহ স্থানীয় বাসিন্দাদেরও টিকা দেওয়া হবে। টিকাকরণের জন্য কো-উইন পোর্টালে আগে থেকে রেজিস্ট্রেশন করে রাখতে হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক অদিতি মুন্সিসহ আরও অনেক বিশিষ্ট ব্যক্তিরা।
এই টিকাকরণের মূল লক্ষ্য হলো সমগ্র সমাজের কোভিডের বিরুদ্ধে রুখে দাঁড়ানো। প্রথম ও দ্বিতীয় দফার টিকাকরণে ১৫,০০০-এর বেশি টিকাকরণ করা হয়েছে এবং তৃতীয় ও শেষ দফায় ১৫,০০০-এর ও বেশি টিকাকরণের লক্ষ্য জেআইএসের।
জেআইএস গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর তরণজিৎ সিং জানান, “প্রত্যেকের টিকাকরণ এই মুহূর্তে অত্যন্ত জরুরি, তাই আমরা আমাদের এই বিনামূল্যের ভ্যাকসিনেশন ড্রাইভ শুধুমাত্র ছাত্র-ছাত্রী বা স্টাফ মেম্বার ছাড়াও সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে চেষ্টা করছি যারা এখনও টিকা পায়নি।” প্রচারে : ক্যানডিড কমিউনিকেশন।