করোনা মোকাবিলার পাশাপাশি রক্তসঙ্কট মোকাবিলা করতে বিধায়ক ফিরদৌসীর উদ্যোগে রক্তদান শিবির
অম্বর ভট্টাচার্য, তকমা, সোনারপুর, ২৪শে মে ২০২১ : বর্তমান পরিস্থিতিতে সঙ্কটের কোন শেষ নেই। একদিকে করোনার দ্বিতীয় তরঙ্গ, আবার লকডাউনের জেরে খাদ্যের সঙ্কট আবার রক্তের সঙ্কট।
সাম্প্রতিক করোনা মোকাবিলা করতে সোনারপুর উত্তর বিধানসভার বিধায়ক ফিরদৌসী বেগম একদিকে নিজের বিধানসভায় অক্সিজেন পার্লার, সেফ হোমের ব্যবস্থা করে চলেছেন।অন্যদিকে আবার সাধারণ মানুষের কথা মাথায় নিয়ে রক্তসঙ্কট মোকাবিলা করতে কামালগাজী ফ্লাইওভারের নীচে মোবাইল ভ্যানে রক্তদান শিবিরের আয়োজন করেছিলেন।
এই রক্তদান শিবিরে ৫২ জন রক্তদান করেন এবং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নজরুল আলি মন্ডল, প্রবীর সরকার, গোপাল দাস, বিশ্বজিৎ দাস (নন্দ), পিন্টু দেবনাথ, সুকান্ত মন্ডল সহ অনেকে।এই করোনা পরিস্থিতিতে অনেকেই ভুলে গেছেন যে সাধারণ মানুষের জন্য রক্তের প্রয়োজন আছে কিন্তু মানবিক ফিরদৌসী সেদিকেও নজর রেখে এই রক্তদান শিবিরের আয়োজন করেন।