স্বাস্থ্য

ফোর্টিস হাসপাতাল ও ম্যাকমিলান এডুকেশনের যৌথ উদ্যোগে শিক্ষক শিক্ষিকাদের নিয়ে মেন্টাল হেলথ ওয়ার্কশপ

অম্বর ভট্টাচার্য, এবিপিতকমা, কলকাতা, ৬ই অক্টোবর ২০১৯ : আমরা সকলে খুবই স্বাস্থ্য সচেতন। আমরা শরীরের দিকে তাকিয়ে খুবই চিন্তিত থাকি আমরা। আমরা এটা ভুলে যাই যে মনেরও স্বাস্থ্য থাকে। আজকের দিনে এটা একটা জ্বলন্ত সমস্যা। আগেকার দিনের মতো আজকালকার মা ও বাবারা কর্মজীবন ও রোজগারের চাপে তাদের ছেলে মেয়েদের ঠিক ভাবে সময় দিতে পারেন না।

স্কুলে পড়াশুনার অত্যাধিক চাপ অন্য দিকে রেজাল্ট নিয়ে বাড়ির চাপ বহু ছাত্রছাত্রী এই সকল পরিস্থিতি সামলাতে না পেরে নিজের জীবনের প্রতি কঠিন সিধ্যান্ত নিয়ে জীবনহানি পর্যন্ত ঘটায়।সাম্প্রতিক কলকাতায় পার্ক হোটেলে মানসিক স্বাস্থ্যের উপরে কলকাতার বাছাই করা স্কুলের প্রিন্সিপাল বা সম মর্যাদার শিক্ষক শিক্ষিকাদের নিয়ে “মেন্টাল হেলথ কারিকুলাম ইন স্কুলস” নামে একটি ওয়ার্কশপ যৌথ ভাবে আয়োজন করে ম্যাকমিলান এবং ফর্টিজ হেলথ কেয়ার।ম্যাকমিলান এডুকেশনের সহযোগিতায় ফর্টিজ ন্যাশনাল মেন্টাল হেলথ প্রোগ্রামের ডিরেক্টর ডঃ সমীর পরিখ এই একদিনের ওয়ার্কশপে বাচ্চাদের মানসিক স্বাস্থ্যের সমস্ত দিক তুলে ধরেন। কিভাবে শিক্ষক শিক্ষিকারা তাদের ছাত্র ছাত্রীদের প্রকৃত বন্ধু হয়ে সমস্ত সমস্যা সমাধান করতে পারে তারও খুটিনাটি আলোচনা করেন। একই অনুষ্ঠানে তারই লেখা “টকিং আব্যাউট মেন্টাল হেলথ ইন দি ক্লাস রুম: এ মেন্টাল হেলথ কারিকুলাম ফর বইটিরও আনুষ্ঠানিক প্রকাশ হয়। সর্বমোট ৬০জন শিক্ষক শিক্ষিকা অংশগ্রহণ করেন। প্রচারে : কারপেডিয়াম। ছবি : গোপাল দেবনাথ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *