খবরাখবর

বিদ্যুৎ ভবনে পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ সংস্থার আই টি আই কর্মী সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক ঐতিহাসিক প্রতিবাদী ফটক সভা

অম্বর ভট্টাচার্য, এবিপিতকমা, সল্টলেক, ২রা মার্চ ২০২০ : সল্টলেক বিদ্যুৎ ভবনে পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ সংস্থার আই টি আই কর্মী সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক ঐতিহাসিক প্রতিবাদী ফটক সভা। এই বিক্ষোভ সভায় মূলত পশ্চিমবঙ্গের পাহাড় থেকে সাগর অবধি কর্মরত প্রায় ১২৫০ আই টি আই কর্মী যোগদান করেন। এই সংগঠনের সাধারণ সম্পাদক মাননীয় শ্রী প্রদীপ নাথ মহাশয়ের সাথে কথা বলে জানা যায় যে – দীর্ঘ কাল যাবৎ পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বন্টন, সংবহন ও উৎপাদন সংস্থার কর্মরত আই টি আই কর্মীরা তারা সংস্থার পরিচালক বর্গ দ্বারা বেতন ও নানাবিধ সুযোগ সুবিধা থেকে বঞ্চিত ও লাঞ্ছিত। সংস্থার আধিকারিক গণ দ্বারা প্রকাশিত রো পা -২০২০, পুনরায় কর্মী দের রো পা – ২০০৯ ন্যায় আঁধারে ঠেলে দেওয়ার নিদর্শন রেখেছে। সংস্থার পরিচালক বর্গ প্রতিশ্রুতি দিয়েছিলেন তারা আই টি আই কর্মী দের ২০২০ সালের প্রকাশিত রোপায় বেতন বৈষম্য দূর করবেন।

কিন্তু তারা সেই কথা রাখেন নি, তাই আজ এই সভা আয়োজন করা হয়। আগামী ০৭.০৩.২০২০ তে সংগঠন, আই টি আই কর্মী দের দাবী আদায় ও বঞ্চনার প্রতিবাদে সল্টলেক বিদ্যুৎ উন্নয়ন ভবন থেকে সল্টলেক বিদ্যুৎ ভবন অবধি প্রায় সাড়ে তিন কিলোমিটার রাস্তা প্রতিবাদী শোভা যাত্রার মাধ্যমে বিদ্যুৎ ভবন রমেন্দ্রনাথ চৌধুরী প্রেক্ষাগৃহে পৌঁছাবে ও তারা তাদের পরবর্তী কর্মসূচী ওই সভার মাধ্যমে নির্ধারণ করবেন এবং পুণরায় তারা তাদের কর্মীদের ন্যায্য দাবী আদায়ের জন্যে পরিচালক বর্গের সাথে সভায় বসবেন। তাতেও যদি আই টি আই কর্মী দের দুর্দশার দিন না ঘোঁচে তাহলে এই সংগঠন আরো বৃহত্তর আন্দোলনের পথে এগিয়ে যাবে। আসন্ন পৌরসভা নির্বচনের প্রাক্কালে জরুরি সেবার অন্তর্গত এই অরাজনৈতিক সংগঠন বিদ্যুৎ দপ্তরের মূল ভীত আই টি আই তথা কারিগরি কর্মীদের এই বিক্ষোভ রাজনৈতিক মহলে অনেকের চিন্তার কারণ হয়ে দাড়িয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *