খবরাখবর

রাজপুর সোনারপুর পুরসভার উদ্যোগে জলের অপচয় রুখতে “জল বাঁচাও জীবন বাঁচাও” আলোচনা সভা ও বৃক্ষ রোপণ

অম্বর ভট্টাচার্য, এবিপিতকমা, সোনারপুর, ১৩ই জুলাই ২০১৯ : রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় পরিবেশের সাম্যতা বজায় রাখতে জয়হিন্দ অডিটোরিয়ামের প্রাঙ্গনে বৃক্ষ রোপণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনারপুর উত্তর বিধানসভার বিধায়ক ফিরদৌসী বেগম, রাজপুর সোনারপুর পৌরসভার পৌরপ্রধান ডাঃ পল্লব দাস, রাজপুর সোনারপুর পৌরসভার জল দপ্তরের সি আই সি নজরুল আলি মন্ডল, সি আই সি বিভাস মুখার্জি (গত বোর্ডে জল দপ্তরের সি আই সি), পুরমাতা নমিতা দাস, টুম্পা দাস, অতসী পাল, দীপা ঘোষ, পুরপিতা সঞ্জিত চ্যাটার্জি, গৌরহরি দাস, নরেন্দ্রপুর থানার আই সি সুখময় চক্রবর্তী সহ প্রচুর সাধারণ পুর নাগরিক। প্রথমে জয়হিন্দ প্রেক্ষাগৃহে জল অপচয় বন্ধ করার জন্য এক আলোচনা সভার আয়োজন করা হয়। এই আলোচনা সভার উদ্দেশ্য একটাই আগামীদিনে জল সঙ্কট দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হয়। সাম্প্রতিক কেরলে প্রচন্ড জলসঙ্কট দেখা দিয়েছে। তাই সেই সঙ্কট দেখা দেওয়ার আগে নিজেরা যদি কিছুটা সচেতন হতে পারি তবে এই সঙ্কট অনেকটা লাঘব হবে বলে জানান বিধায়ক ফিরদৌসী বেগম। পুরসভার উদ্যোগে রাজপুর সোনারপুর পৌরসভার উদ্যোগে ৩৫টা ওয়ার্ডে পানীয় জল সরবরাহ করা হয়। বিভিন্ন ওয়ার্ডে রাস্তার পাশে পানীয় জলের টাইম কল আছে যেখানে মানুষ তাদের প্রয়োজনীয় পানীয় জল নেয় কিন্তু সেই জল নেওয়ার পর বহু ওয়ার্ডে সেই রাস্তার কল বন্ধ করা হয় না। অনবরত সেই কল দিয়ে জল অপচয় হয়। আর এই অপচয় হলে জল সঙ্কট হবেই। তাই এই জল অপচয় রোধ করতে দায়িত্ব নিতে হবে নাগরিকদের। ছবি : অমিত দাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *