খবরাখবর

শতবার্ষিকী অনুষ্ঠান পালন করল সেটেলমেন্ট কানুনগো সমিতি

দেবকুমার মল্লিক, তকমা নিউজ, কলকাতা, ২২শে ডিসেম্বর ২০২২ : হর্ষোল্লাসের সাথে আজ উত্তর ২৪ পরগনার বরাহনগর পৌরসভার নেতাজী কলোনীর দুর্গা ভবন চত্বরে শতবার্ষিকী অনুষ্ঠান পালন করল ‘সেটেলমেন্ট কানুনগো সমিতি’ (Settlement Kanungo Samity)।
১৯২২ সালে গঠিত হয়েছিল এই সমিতি। শতবর্ষ পালনের অঙ্গ রূপে সমিতির তরফ থেকে আজ প্রকাশিত হয় ‘সেটেলমেন্ট কানুনগো সমিতিকে শতবর্ষের আলোকে ফিরে দেখা’।

সেটেলমেন্ট সমিতির প্রাক্তন সভাপতি ও সাধারণ সম্পাদক মাণিক্যনারায়ণ রায় (Manikya Narayan Roy, Ex President & General Secretary, Settlement Kanungo Samity) আজ সাংবাদিকদের জানান, “আজ থেকে শতবর্ষ আগে ‘সেটেলমেন্ট কানুনগো সমিতি’ পথচলা শুরু করলেও বর্তমানে এই সমিতির সাথে যুক্ত সদস্য সদস্যাগণ কানুনগো রূপে নয় বরং অন্য নামে পরিচিত।
একদিন যাঁরা কানুনগো রূপে কাজে যোগদান করেছিলেন পরবর্তী সময় তাঁদের অনেকেই সরকারের উচ্চ পদে বিরাজ করেছেন।

আজ শতবর্ষের এই আনন্দময় মুহুর্তে আমরা ফিরে দেখতে চলেছি আমাদের স্বর্ণালি অতীতকে।”

আয়োজক সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, “সমগ্র রাজ্য থেকে আজ শতবার্ষিকী অনুষ্ঠানে ৪০০ প্রতিনিধি সমবেত হয়েছিলেন। শতবার্ষিকী উপলক্ষ্যে প্রকাশিত স্মরণিকায় লিখেছেন ৬৩ জন সদস্য-সদস্যা।”

প্রসঙ্গত উল্লেখ্য, ‘সেটেলমেন্ট কানুনগো সমিতি’-র শতবার্ষিকী উপলক্ষ্যে একটা তথ্যচিত্রও বানানো হচ্ছে, সমিতি-র হয়ে তথ্যচিত্র নির্মাণের দায়িত্ব পেয়েছেন খোকন চক্রবর্তী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *