খবরাখবর

শ্যামা পূজার প্রাক্কালে অসহায় মানুষের পাশে বস্ত্র ও খাদ্য সামগ্রী উপহার তুলে দিলেন পৌরমাতা পাপিয়া

অম্বর ভট্টাচার্য, এবিপিতকমা, সোনারপুর, ১৪ই নভেম্বর ২০২০ : সাম্প্রতিক শ্যামা পূজা উপলক্ষে রাজপুর সোনারপুর পৌরসভার ১ নং ওয়ার্ডের পৌরমাতা পাপিয়া হালদার তাঁর ওয়ার্ডের অসহায় মানুষের জন্য সাহায্যের হাত বাড়ালেন। এর আগেও তিনি করোনার কারণে ওয়ার্ডের প্রায় সব মানুষের জন্য খাদ্য সামগ্রী, শিশুদের জন্য দুধ, রান্না করা খাবার বিতরণ করেছেন। এবার শ্যামা পূজার জন্য তিনি দুদিনে প্রায় ১৫০০ মানুষকে খাদ্য সামগ্রী থেকে সবজি ও বস্ত্র (পুরুষদের জন্য লুঙ্গি ও গেঞ্জি এবং মহিলাদের জন্য শাড়ী) কুপনের মারফৎ গড়িয়া স্টেশন এলাকার শ্রীনগর সি ৫ বাসস্ট্যান্ডে মঞ্চ করে বিতরণ করেন। এছাড়া তিনি ওয়ার্ডের সাফাই কর্মী ও স্বাস্থ্যকর্মী এবং স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদেরও খাদ্য সামগ্রী ও বস্ত্র তুলে দেন। মঞ্চে পৌরমাতা পাপিয়া হালদারের সাথে উপস্থিত ছিলেন ওয়ার্ডের বিভিন্ন নেতৃত্ব সহ মথুরাপুর ২ নং ব্লকের তৃণমূল যুব সভাপতি উদয় হালদার, যাদবপুর বিধানসভার এস সি ও এস টি সেলের সভাপতি সুব্রত মন্ডল, মথুরাপুর ১ নং ব্লকের তৃণমূল যুব সভাপতি বাপি হালদার, সোনারপুর দক্ষিণ বিধানসভার তৃণমূল ছাত্র পরিষদ সভাপতি মনন চৌধুরী, রাজপুর টাউনের তৃণমূল যুব সভাপতি প্রতীক দে সহ দক্ষিণ ২৪ পরগণা সংখ্যালঘু সেলের সভাপতি আবুল কাসেম রসুলই।

সকলেই পাপিয়া হালদারের পক্ষে বক্তব্য রাখতে গিয়ে বলেন, গড়িয়ার মূল রূপকার পাপিয়া হালদার, তাঁর উদ্যোগেই ওয়ার্ড আজ উন্নয়নে পরিপূর্ণ।আজ এই ওয়ার্ডে তাঁরই উদ্যোগে সকলের সম্মেলিত প্রয়াসে শান্তিপূর্ণ ও সুস্থ্য পরিবেশ বিরাজ করছে। সভা শেষে পাপিয়া জানান, অনেকে আজকে উপস্থিত থেকেও কুপন না থাকার ফলে বস্ত্র ও খাদ্য সামগ্রী পান নি, তাঁদের আগামীদিনে আবার যাতে দেওয়া যায় তার চেষ্টা করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *