মাধ্যমিক পরীক্ষার্থীদের উপলক্ষে তৃণমূলের অভিনব উদ্যোগে রাজপুর সোনারপুরের ৩৫ নং ওয়ার্ড
অম্বর ভট্টাচার্য, এবিপিতকমা, সোনারপুর, ২৬শে ফেব্রুয়ারি ২০২০ : মাধ্যমিক পরীক্ষা শুরু হতেই রাজপুর সোনারপুর পৌরসভার ৩৫ নং ওয়ার্ডের তৃণমূল কর্মীদের উদ্যোগী করে তুললেন এই ওয়ার্ডের দেবাশিস দাশ। দেবাশিস দাশ এলাকার কিছু মহিলা কর্মীদের নিয়ে পরীক্ষার্থীদের জন্য রানিয়া থেকে বাঁশদ্রোনী মেট্রো রুটে কালীমন্দির অটো স্ট্যান্ডে দাঁড়িয়ে তাদের শুভেচ্ছা জ্ঞাপন করতে হাতে তুলে দেন ফুল, জলের বোতল ও কপালে চন্দনের ফোঁটা। প্রায় অনেক জায়গাতে জলের বোতল, পেন দেওয়া হয়েছে, আবার অনেক জায়গায় পরীক্ষার বোর্ড দেওয়া হয়েছে, কোথাও আবার পরীক্ষার্থীদের অটো ভাড়া ছাড় দেওয়া হয়েছে কিন্তু কপালে চন্দনের ফোঁটা দেওয়ার কথা তেমন একটা শোনা যায় নি। কোন শুভ কাজে চন্দনের ফোঁটাকে শুভ মানা হয় তাই দেবাশিস দাশ বলেন, “মাধ্যমিক পরীক্ষা জীবনের প্রথম প্রতিযোগিতামূলক পরীক্ষা তাই চন্দনের ফোঁটা দিয়ে তাদের শুভেচ্ছা জানাতে এগিয়ে এসেছি।” এমন একটা শুভ উদ্যোগে ওয়ার্ডের পৌরপিতা গৌরহরি দাসকে দেখা গেল না। এরকম একটা উদ্যোগে তাঁর উপস্থিতি খুবই কামনা করেছিল ওয়ার্ডবাসীরা কারণ সামনেই পৌর ভোট।