মকর সংক্রান্তিতে আর্থিক ভাবে পিছিয়ে থাকা মানুষদের পাশে মার্সি ও ভিসনের পক্ষে অতুল ডালমিয়া
অম্বর ভট্টাচার্য, এবিপিতকমা, কলকাতা, ১৮ই জানুয়ারি ২০২০ : মকর সংক্রান্তির দিন “লায়েন্স ক্লাব অফ হাওড়া” ও “মার্সি অ্যান্ড ভিসন”-এর যৌথ উদ্যোগে ২০০০ দরিদ্র নারায়ণদের খিচুরী ভোগ খাওয়ানো হয়। এছাড়া সকলকে ২টন চাল সহ ৫০০ কম্বল এবং ৫০০ জুতো ও চটি বিতরণ করা হয়।
নিউ আলিপুরে বুড়োশিবতলায় প্রতি বছরের মত এবারও ২০০০ দরিদ্র মানুষকে খিচুরী খাওয়ানোর সাথে ৫ কেজি চাল (৪০০ বস্তা) অতি গরীব মহিলাদের বিতরণ করা হয়, ৬০ বছর উর্ধে বয়স্ক মানুষদের মধ্যে ৫০০ কম্বল বিতরণ হয় এবং গরীব মানুষদের মধ্যে ৫০০ জুতো দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১১৮ নং ওয়ার্ডের পৌরপিতা তারক সিং, ১১৭ নং ওয়ার্ডের পৌরপিতা অমিত সিং, লায়েন্স ক্লাব অফ হাওড়ার ডিস্ট্রিক্ট গভর্নর পবন পরসরামপুরিয়া, রাজকুমার অগ্রবাল, প্রদীপ নায়ার, লায়েন্স ক্লাবের অধ্যক্ষ সুধীর ব্যাস, সচিব নিশা জৈন সহ অন্যান্য সদস্যরা।
মার্সি ও ভিসনের চেয়ারম্যান অতুল ডালমিয়া বলেন, সংক্রান্তির দিন আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করছি এরকম একটা সুযোগ পাওয়ার জন্য যেখানে নিজের হাতে মানুষের সেবা করতে পারছি।জীবনে এর থেকে বড় তৃপ্তি আর নেই আর তাই বলা হয় মানব সেবা সব থেকে বড় সেবা। আগামীদিনে এধরনের অনুষ্ঠান আরও করবো। প্রচারে লঞ্চার্স।