খবরাখবর

সাংসদ মিমি চক্রবর্তীর নির্দেশে সোনারপুর দক্ষিণে ১১০ জন প্রান্তিক মহিলাদের খাদ্য সামগ্রী তুলে দিয়ে পালিত হল কবিগুরুর জন্ম বার্ষিকী

অম্বর ভট্টাচার্য, এবিপিতকমা, সোনারপুর, ৮ই মে ২০২০ : “শেষ বিকেলের আলো হব যদি দিগন্তে দৃষ্টি মেলো সবুজের ঢেউ ছড়িয়ে দেব যদি জীবনের পাল তোলো”(… কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর) আজ ২৫ শে বৈশাখ। তাই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম দিবস উপলক্ষে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরণায় সাংসদ মিমি চক্রবর্তীর সহযোগিতায় সোনারপুর দক্ষিণ বিধানসভার সোনারপুর জুনিয়র স্কুল সংলগ্ন মাঠে লকডাউনে যারা সর্বক্ষণ মানুষের পাশে ছিলেন এবং আমাদের সাথে ছিলেন সেই সব ১১০জন প্রান্তিক মহিলাদের হাতে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী তুলে দেওয়া হলো।

এই নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী প্রদানে উপস্থিত ছিলেন সোনারপুর দক্ষিণ বিধানসভার বিধায়ক ও অধ্যাপক জীবন মুখোপাধ্যায় মহাশয়, সাংসদের আপ্ত সহায়ক অনির্বাণ ভট্টাচার্যী মহাশয়, সোনারপুর টাউনের কৃষ্ণপদ মন্ডল, তরুণ চৌধুরী,পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির সম্পাদিকা মধুমিতা মন্ডল (রায়), সোনারপুর উত্তরের জেলা পরিষদের সদস্য রঞ্জন বৈদ্য, শিক্ষিকা দেবশ্রী বালা, সাংসদ প্রতিনিধি দল থেকে দেবব্রত হালদার, রাজদীপ রায়, দানিশ খান প্রমূখ। এই প্রয়োজনীয় সামগ্রী পেয়ে মানুষজন সাংসদকে ধন্যবাদ জানায়। সাংসদও আগামী দিনে পাশে থাকার আশ্বাস দিয়েছেন এবং বলেছেন আপনারা সকলে ঘরে থাকুন ও সুস্থ থাকুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *