খবরাখবর

আগামী কোভিড পরিস্থিতিকে কঠিন হাতে মোকাবিলা করতে সোনারপুর উত্তরের ব্যবসায়ী সমিতির সদস্যদের নিয়ে বিধায়ক ফিরদৌসী বৈঠক করলেন

অম্বর ভট্টাচার্য, এবিপিতকমা, সোনারপুর, ৪ঠা নভেম্বর ২০২০ : কোভিড আক্রান্তের সংখ্যা যেভাবে প্রতিদিন বাড়ছে তা খুবই চিন্তার বিষয় হয়ে দাড়াচ্ছে। তাই আগামী শীতে এই প্রকোপ আরও মারাত্বক হয়ে ওঠার আগেই সোনারপুর উত্তর বিধানসভার বিধায়ক ফিরদৌসী বেগম গোটা বিধানসভার ব্যবসায়ী সমিতি সদস্যদের নিয়ে বৈঠক করলেন। যদিও পুজোর পর এই প্রথম বৈঠক করার জন্য তিনি সকলের সাথে বিজয়ার শুভেচ্ছা বিনিময় করেন।

আজকের এই বৈঠকে উপস্থিত ছিলেন নরেন্দ্রপুর থানার আই সি সুখময় চক্রবর্তী, সোনারপুর উত্তর বিধানসভার সাংগঠনিক নেতৃত্ব ও রাজপুর সোনারপুর পৌরসভার বিদায়ী সি আই সি ও বর্তমান প্রশাসকমণ্ডলীর সদস্য নজরুল আলি মন্ডল, সোনারপুর পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর সরকার, বিদায়ী পৌরপিতা সঞ্জিত চ্যাটার্জি।

অনুষ্ঠানের বক্তা বিধায়ক ফিরদৌসী বেগম প্রথমেই গড়িয়া স্টেশন এলাকার কিশান মজদুর বাজারের সকল ব্যবসায়ীদের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। দীর্ঘদিনের প্রায় স্বাধীনতার পর থেকে সংকীর্ণ রাস্তার যে একটা জ্বলন্ত সমস্যা ছিল তা এবার সমাধান করা গেছে বিধায়কের একক উদ্যোগে। পাঁচপোঁতা গঙ্গাজয়ারা রাস্তা সংকীর্ণ থাকার কারণে এবং রাস্তার উপর বাজার ব্যবসায়ীরা চলে আসার ফলে এই অঞ্চলে দীর্ঘক্ষনের জামজটের সমস্যা ছিল। বিধায়ক নিজের উদ্যোগে সেই সমস্যার সমাধান করে বাজারের অংশ ছোট করে রাস্তা প্রশস্ত করেছেন। এর জন্য তিনি সকল ব্যবসায়ীদের সহযোগিতা করার জন্য ধন্যবাদ প্রদান করেন।এরপর তিনি আগামী কোভিড পরিস্থিতিকে মাথায় রেখে সকল ব্যবসায়ীদের অনুরোধ করেন ক্রেতা ও বিক্রেতার সুরক্ষার কথা ভেবে সকলে যেন মাস্ক, স্যানিটাইজার ও শারীরিক দুরত্ব বজায় রাখার ব্যাপারে বেশি আগ্রহী হয়। প্রয়োজনে নিজের ব্যবসার স্থানে স্যানিটাইজার রাখার কথাও বলেন। এই কোভিড গত বছর শীত কালেই প্রভাব ফেলেছিল যার ফলস্বরূপ এখনও আমরা সেই পরিস্থিতিকে কাটিয়ে উঠতে পারি নি। দীর্ঘ আট মাস লকডাউন ও আনলক পরিস্থিতির মধ্যে দিয়ে চলতে হচ্ছে। এখনও স্বাভাবিক জীবনে ফেরা সম্ভব হয় নি। বিধায়ক সকল ব্যবসায়ীদের নিজের ব্যবসার ক্ষেত্রকে পরিষ্কার রাখার অনুরোধ করেন। যত্রতত্র ময়লা বা আবর্জনা না ফেলার অনুরোধ করেন। তিনি এমনও বলেন নিজস্ব ব্যবসা ক্ষেত্রে কোন ড্রাম বা বালতি যাতে সকলে রেখে আবর্জনা ফেলার অনুরোধ করেন। পরবর্তীতে সেই আবর্জনা পৌরসভার সাফাই কর্মীরা দায়িত্ব সহকারে যাতে নিয়ে যায় তা তিনি নিশ্চিত করেন। এছাড়া তিনি সকলকে প্লাস্টিক বর্জনের অনুরোধ করেন। তিনি বলেন এই প্লাস্টিক বাতিলের কর্মসূচী নেওয়া হয়েছিল কিন্তু কোভিড পরিস্থিতির ফলে তা থমকে ছিল। কিন্তু এখন ফের এই কর্মসূচীকে বাস্তবায়িত করতে হবে। নিকাশি ব্যবস্থাকে আরও মজবুত করতে ও দূষণকে রোধ করতে এই কর্মসূচীকে সফল করতে সকলকে এগিয়ে আসতে তিনি অনুরোধ করেন।

কোভিড সংক্রমণ শুরুর দিন থেকে ফিরদৌসী বেগম ও নজরুল আলি মন্ডল যেভাবে রাস্তায় নেমে মানুষকে পরিষেবা দিয়েছেন তা প্রশংসার দাবি রাখে। প্রতিটা বাজার অঞ্চল ও কোভিড আক্রান্ত এলাকায় জীবাণুমুক্ত করার জন্য যেভাবে স্যানিটাইজ করার ব্যাপারে আগ্রহী হয়েছেন তা ভোলার নয়। এছাড়া প্রায় ১ মাস বিধানসভা অন্তর্গত বিভিন্ন এলাকায় মানুষকে রান্না করা খাবার পরিবেশন করেছেন সাথে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন তা সত্যিই প্রশংসার দাবি রাখে। বক্তব্য শেষে আবার তিনি বিধানসভার ব্যবসায়ী সংগঠগুলোকে ধন্যবাদ জানান এই পরিস্থিতিতে প্রশাসন ও সংগঠনের সাথে সহযোগিতা করার জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *