খবরাখবর

দুর্গাপুরে পুজোর প্রাক্কালে শিশুদের উপহার হিসাবে শিক্ষা সামগ্রী প্রদান

অম্বর ভট্টাচার্য, এবিপিতকমা, দুর্গাপুর, ২১শে অক্টোবর ২০২০ : “বেঙ্গল এডিটর” পত্রিকা, “BHRSWB” মানবধিকার সংঘঠন ও “আলভিভা এন্টারটেইনমেন্ট” সংস্থার যৌথ উদ্যোগে স্থানীয় কাউন্সিলর ও দুর্গাপুর পশ্চিমের পর্যবেক্ষক শ্রীমতি ধৃতি ব্যানার্জী (জ্বালান) মহাসয়ার তত্ত্বাবধানে করোনা মহামারীর আবহাওয়ায় এবারের বাঙালির নিয়ন্ত্রিত শারদীয়া উৎসবের প্রাকমুহূর্তে তৃতীয়ার সন্ধেবেলায় দুর্গাপুর শিল্পাঞ্চলের আইনস্টাইন দুর্গাপুজোর মণ্ডপের আঙিনায় পার্শবর্তী এলাকার প্রায় ৬০ জন দুস্থ শিশুদের হাতে পড়াশোনার সামগ্রী সহ মাস্ক তুলে দেয়া হয়।

অনুষ্ঠানে দুর্গাপুর মহকুমার তথ্য আধিকারিক শ্রী নরেন্দ্রনাথ দত্ত , দুর্গাপুর মহিলা থানার আধিকারিক শ্রীমতি অনন্যা দে, দুর্গাপুর ইসকন মন্দির প্রধান শ্রী ঔদার্য প্রভূ মহারাজ সহ BHRSW মানবধিকার সংগঠনের মহিলা শাখার প্রধান শ্রীমতি অর্পিতা সেনগুপ্ত অনুষ্ঠানে উপস্থিত বাচ্চাদের হাতে শিক্ষা সামগ্রী তুলে দেন। এছাড়াও অনুষ্ঠানে BHRSW তরফের শেখ মোতাহার হোসেন উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটিকে এক অনন্য কাব্যিক মাত্রায় পৌঁছে দেন দুর্গাপুরের স্বনামধানন্যা আবৃত্তিকার শ্রীমতি মিতা চৌধুরী তার সুমুধুর কণ্ঠের উপস্থাপনার মাধ্যমে। আইনস্টাইন পুজো কমিটির প্রধান হিসেবে দেবুদা ও স্থানীয় কাউন্সিলর শ্রীমতি ধৃতি ব্যানার্জি মহাসয়ার অনন্ত সাহায্যের হাত বাড়িয়ে দেয়ার জন্য অনুষ্ঠানের শেষে “বেঙ্গল এডিটর” পত্রিকা ও “আলভিভা এন্টারটেইনমেন্টের” পক্ষ থেকে ওনাদের আন্তরিক শারদ শুভেচ্ছা জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *