রাজপুর সোনারপুর পৌরসভার ১ নং ওয়ার্ডে নিরলস ভাবে বিনা রেশন কার্ডের অসহায় মানুষদের কুপন বিলি
অম্বর ভট্টাচার্য, এবিপিতকমা, সোনারপুর, ৩রা জুলাই ২০২০ : রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশে যে সব মানুষের রেশন কার্ড নেই বা ভিন রাজ্য থেকে এই রাজ্যে ফিরে এসেছে তাঁদের খাদ্যের ব্যবস্থা করেছেন রাজ্য সরকার।একদিকে প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন আগামী নভেম্বর পর্যন্ত বিনা পয়সায় রেশন দেওয়া হবে তখন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘোষণা করেছেন আগামী বছরের জুন মাস পর্যন্ত বিনা পয়সায় রেশন দেবে রাজ্য সরকার। সেই নির্দেশ মেনেই সোনারপুর উত্তর বিধানসভার বিধায়ক ফিরদৌসী বেগম রাজপুর সোনারপুর পৌরসভার ১৭টা ওয়ার্ড ও ৫টা পঞ্চায়েত এলাকার মানুষদের এবার এইধরনের অসহায় মানুষ ও পরিযায়ী শ্রমিকদের রেশন কুপন দেওয়ার উদ্যোগ নিলেন।
বিধায়ক ফিরদৌসী বেগমের উদ্যোগে রাজপুর সোনারপুর পৌরসভার ১ নং ওয়ার্ডে প্রায় ৭০০ জন মানুষকে দু মাসের রেশন কুপন দেওয়া হল। মানুষের ঢল ছিল দেখার মত। ওয়ার্ডের পৌরমাতা পাপিয়া হালদার দায়িত্ব নিয়ে নিয়ম করে তাঁর কার্যালয় থেকে এই রেশনের কুপন বিলি করলেন। মানুষ এই আনলকের সময় রেশনের কুপন পেয়ে খুবই উপকৃত বলে মনে করছে এলাকার অসহায় মানুষ।