কলকাতার জেআইএস গোষ্ঠীর পড়ুয়ারা ১৫ দিনের শিক্ষামূলক ভ্রমণে ব্যাঙ্ককের এশিয়ান ইন্সটিটিউট অফ টেকনোলজিতে
নিজস্ব প্রতিনিধি, উত্তর ২৪ পরগণা, ৬ই জুলাই, ২০১৯ : প্রতি বছর জেআইএস গ্রুপ এডুকেশনাল ইনিশিয়েটিভসের একদল পড়ুয়াকে শিক্ষামূলক ভ্রমণের জন্য ব্যাঙ্ককের এশিয়ান ইন্সটিটিউট অফ টেকনোলজি(এআইটি)–তে পাঠানো হয়। ২০১৩ সাল থেকে এটা চালু করা হয়েছে। গরমকালে ১৫ দিনের জন্য শিক্ষামূলক ভ্রমণের ব্যবস্থা করা হয়। চলতি বছরে ৭৩ জনের এক পড়ুয়াদল সেখানে গেলেন। তাঁরা ৩০ জুলাই কলকাতা থেকে ব্যাঙ্ককের উদ্দেশে রওনা হয়েছেন। ওই শিক্ষা প্রতিষ্ঠানে তাঁদের জন্য বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে।
জেআইএস গোষ্ঠীর সঙ্গে ব্যাঙ্ককের এশিয়ান ইন্সটিটিউট অফ টেকনোলজির সমঝোতাপত্র সাক্ষর হয়েছে। এর উদ্দেশ্য শিক্ষা, প্রশিক্ষণ, গবেষণায় যাতে দুইপ্রতিষ্ঠান একসঙ্গে কাজ করতে পারে। জে আই এস কলেজ অফ ইঞ্জিনিয়ারিং, নারুলা ইন্সটিটিউট অফ টেকনোলজি (এনআইটি), ড. সুধীরচন্দ্র শূর ডিগ্রিইঞ্জিনিয়ারিং কলেজ, গুরু নানক ইন্সটিটিউট অফ টেকনোলজি (জিএনআইটি)–র পড়ুয়া সেখানে যাচ্ছেন।এই প্রতিষ্ঠানগুলো থেকে পরীক্ষার মাধ্যমেশিক্ষামূলক ভ্রমণের জন্য পড়ুয়াদের বেছে নেওয়া হয়েছে।সব সেমস্টারে যাঁরা ৮.৫ পেয়েছেন তাঁেদর পরীক্ষা নেওয়া হয়।সেখান থেকে বাছাই করা হয়েছে ৭৩ জনকে। পরীক্ষা দিয়েছিলেন ১৫৬ জন পড়ুয়া।
জেআইএস গোষ্ঠীর ম্যানেজিং ডিরেক্টর সর্দার তরণজিৎ সিং বলেন, ‘শিক্ষামূলক ভ্রমণ অনেক কিছু জানার সুযোগ করে দেয়। পড়ুয়ারাআন্তর্জাতিক প্রতিষ্ঠানে প্রশিক্ষণের সুযোগ পাবে। কীভাবে কাজ করলে আরও ভাল ফল পাওয়া যায় এবং সেটা কীভাবে উপস্থাপিত করতেহয়, তা জানতে পারবেন। দুনিয়ার সঙ্গে তাল মিলিয়ে চলতে তাঁদের অনেক সুবিধে হবে। মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, বায়োমেডিক্যাল,কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশনের পড়ুয়া হাতেকলমে অনেক কিছু শিখতে পারবেন। গবেষণা, নতুন বিষয় জানা,শেখার পাশাপাশি সাংস্কৃতিক ভাবেও সমৃদ্ধ হওয়া যাবে। প্রচারে গ্রে ম্যাটার্স।