বিধায়ক ফিরদৌসীর হাত ধরে বিজেপি থেকে তৃণমূলে যোগ দিল ১৫০টা পরিবার
অম্বর ভট্টাচার্য, এবিপিতকমা, সোনারপুর, ৮ই আগস্ট ২০২০ : সোনারপুর উত্তর বিধানসভায় সেভাবে বিজেপি সংগঠন গোছাতে না পারলেও রাজপুর সোনারপুর পৌরসভার কয়েকটা ওয়ার্ডে ভাল প্রভাব ফেলেছে যার মধ্যে রয়েছে ২নং, ৪ নং, ৫ নং, ৩৪ নং, ৩৫ নং। এবার সেই সংগঠন ভাঙতে চাইছেন সোনারপুর উত্তরের তৃণমূল নেতৃত্ব।
গতকাল জয়হিন্দ অডিটোরিয়ামে নজরুল আলি মন্ডলের পরিচালনায় বিধায়ক ফিরদৌসী বেগমের নেতৃত্বে ৩৩ নং, ৩৪ নং ও ৩৫ নং ওয়ার্ডের বেশকিছু বিজেপি কর্মী ও নেতৃত্ব তৃণমূলে যোগদান করলো।এদিন সভায় উপস্থিত ছিলেন সোনারপুর পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর সরকার, নরেন্দ্রপুর টাউন তৃণমূল কংগ্রেস সভাপতি গোপাল দাস, বোড়াল টাউন তৃণমূল কংগ্রেস সভাপতি কানাই কর্মকার, সোনারপুর উত্তর বিধানসভার যুব তৃণমূল কংগ্রেস সভাপতি পাপাই দত্ত, সোনারপুর উত্তর জয়হিন্দ বাহিনীর সভাপতি বিশ্বজিত দাস (নন্দ), ২৮ নং ওয়ার্ডের বিদায়ী পৌরমাতা নমিতা দাস, ৩৩ নং ওয়ার্ডের পৌরমাতা দীপা ঘোষ সহ অনেকে।
এদিন সকলের প্রতি আস্থা রেখে এবং মমতা ব্যানার্জির উন্নয়নকে সামনে রেখে বিধায়ক ফিরদৌসী বেগম আগামী পৌরসভা ও বিধানসভাকে পাখির চোখ করে বক্তব্য রাখেন। এদিন মঞ্চে বিজেপি থেকে তৃণমূলে যোগদান করেন ১৫০টি পরিবার।যোগদানের মূল আকর্ষণে ছিলেন সোনারপুর উত্তর মন্ডল ২-এর বিজেপি তফশিলি মোর্চার সভাপতি খোকন ঘরামী ও ৩৫ নং ওয়ার্ডের বিজেপি নেতৃত্ব অনিল হালদার ও ত্রিলোকনাথ সাহানি সহ অনেকে।বনহুগলী পঞ্চায়েতের উদয় ও আকবরের উদ্যোগেই যোগদান করেন খোকন ঘরামী ও তাঁর অনুরাগীরা। বর্তমানে এভাবে যদি বিজেপি সংগঠনকে মমতা ব্যানার্জির উন্নয়নকে সামনে রেখে যোগদান পর্ব চালাতে পারেন তবে আগামী নির্বাচনে কোন অসুবিধা থাকবে না।
শোনা যাচ্ছে ৩৫ নং ওয়ার্ডে সিপিএমের একজনেরও তৃণমূলে যোগদানের সম্ভবনা আছে। তাঁর সাথে তৃণমূল নেতৃত্ব কথা বলেছে যোগদানের ব্যাপারে।