রাজনীতি

মুখ্যমন্ত্রীর নির্দেশে কেন্দ্রের পেট্রোপন্যের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে গড়িয়া টাউনের উদ্যোগে কোন প্রতিবাদ না হলেও ওয়ার্ড ভিত্তিক প্রতিবাদ করল তৃনমল

অম্বর ভট্টাচার্য, তকমা, সোনারপুর, ১৩ই জুলাই ২০২১ : মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গোটা রাজ্যের তৃনমূল সংগঠনিক দায়িত্বে থাকা নেতৃত্বদের কেন্দ্র সরকারের লাগামছাড়া পেট্রোপন্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদের জন্য রাস্তায় নামতে বলেছিলেন ১০ ও ১১ই জুলাই। সেই নির্দেশ অনুযায়ী গোটা রাজ্যে তৃনমূল রাস্তায় নেমে বিভিন্নভাবে প্রতিবাদ করেছে। কিন্তু গড়িয়া টাউনের উদ্যোগে কোন প্রতিবাদ মিছিল হয় নি। এই নিয়ে গোটা গড়িয়া স্টেশন এলাকায় তৃনমূল কর্মীদের মধ্যে একটা অসন্তোষ দেখা দিয়েছে।

সোনারপুর উত্তর বিধানসভা অন্তর্গত রাজপুর সোনারপুর পৌরসভার ১ নং ওয়ার্ডে বিদায়ী পৌরমাতা পাপিয়া হালদারের নেতৃত্বে প্রতীকী প্রতিবাদের মাধ্যমে এক মিছিলের আয়োজন করা হয়। এই মিছিলে পাপিয়া হালদার সাইকেল চালিয়ে ও প্রধানমন্ত্রী নেরেন্দ্র মোদীর কুশপুত্তলিকা জ্বালিয়ে প্রতিবাদ করা হয়।

একইভাবে ৩ নং ওয়ার্ডে বিদায়ী পৌরমাতা অশোকা মৃধার নেতৃত্বে নত্ন দিয়াড়া থেকে ঢালাই ব্রিজ হয়ে পুলিশ পাড়া হয়ে এক প্রদিবাদ মিছিলের আয়োজন করা হয়।আগের দিন এই ওয়ার্ডে এক তৃনমূল গোষ্ঠী কিছু তোলাবাজ ও বহিরাগতদের নিয়ে মিছিলের জবাব গোটা ওয়ার্ডের মানুষকে এক করে প্রতিউত্তর দিলেন বিদায়ী পৌরমাতা অশোকা মৃধা।

৪নং ওয়ার্ডে নবশ্রী বাজারে এক মঞ্চ করে প্রতিবাদ করে পৌরপিতা ও গড়িয়া টাউন তৃনমূল কংগ্রেসের সভাপতি বিভাস মুখার্জি।

৫ নং ওয়ার্ডে তৃণমূল যুব কংগ্রেস ও জয়হিন্দ বাহিনীর উদ্যোগে নবগ্রাম ঝিল রোডে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়।প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন অরিন্দম দত্ত সহ অনেকে।

৬ নং ওয়ার্ডে শ্রীমন্ত নস্করের নেতৃত্বে ৪৫ নং বাসস্ট্যান্ডে সকাল ১০টা থেকে বিকেল ৪টে পর্যন্ত প্রতিবাদ মঞ্চ করা হয় যেখানে উপস্থিত ছিলেন বিধায়ক ফিরদৌসী বেগম, নজরুল আলি মন্ডল সহ অনেক নেতৃত্ব। সভা শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুত্তলিকা জ্বালিয়ে প্রতিবাদ করা হয়।

গড়িয়া প্রোগ্রেসিভ ট্যাক্সি ইউনিয়েনের উদ্যোগে গড়িয়া আই এন টি টি ইউ সি-র পক্ষে পিন্টু দেবনাথের নেতৃত্বে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়। সভায় উপস্থিত ছিলেন পাপাই দত্ত, সমরজিত ব্যানার্জি, বিশ্বজিত সাউ, সুপ্রিয় দে, সুরজিত দাস, মোইনুদ্দিন মন্ডল, নাসির বাগানি, সান্তনু নস্কর, তরুণকান্তি মন্ডল, অশোকা মৃধা সহ অনেকে।

কিন্তু কোন সভায় গড়িয়া টাউন তৃনমূল কংগ্রেসের সভাপতি বিভাস মুখার্জিকে দেখা যায় নি। এলাকায় তার নেতৃত্বে কোন সেন্ট্রাল সভাও আয়োজন করা হয় নি। এই নিয়ে গড়িয়া তৃনমূল বাকি নেতৃত্বদের মধ্যে অনেক প্রশ্ন উঠছে।তবে কি নেত্রী যে সংগঠন ঢেলে সাজানোর কথা বলেছেন তাতে কি তিনি শঙ্কিত অনেকের প্রশ্ন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *