রাজনীতি

রাজপুর সোনারপুরে ৫ নং ওয়ার্ডে ব্যবসায়ীদের হাতে তরুণ, পিন্টু, অরিন্দম পৌঁছে দিল মমতা সরকারের ১০ বছরের রিপোর্ট কার্ড

অম্বর ভট্টাচার্য, এবিপিতকমা, সোনারপুর, ১৭ই ডিসেম্বর ২০২০ : রাজ্যের সর্বত্র শুরু হয়েছে “বঙ্গধ্বনি যাত্রা”, আর একই ভাবে রাজপুর সোনারপুর পৌরসভার ৫ নং ওয়ার্ডে সোনারপুর উত্তর বিধানসভার ৪র্থ টিম সাম্প্রতিক গড়িয়া নবগ্রামে তৃনমূলের দলীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে যাত্রা শুরু করে। বঙ্গধ্বনি ৪র্থ টিমের সদস্যদের মধ্যে ছিলেন পিন্টু দেবনাথ, সমরজিত ব্যানার্জি, বিভাস মুখার্জি এবং ছিলেন এই ওয়ার্ডের বিদায়ী পৌরপিতা তরুন কান্তি মন্ডল, এই ওয়ার্ডের যুব তৃনমূল কংগ্রেসের সভাপতি ও গড়িয়া টাউন জয়হিন্দ বাহিনী সভাপতি অরিন্দম দত্ত, গড়িয়া টাউন তৃনমূল ছাত্র পরিষদ সভাপতি বিশ্বজিত সাউ সহ অনেকে।নবগ্রামে শনি মন্দিরের সামনে পতাকা উত্তোলন করেন দিলিপ বসু ও ব্যবসায়ী সমিতির সভাপতি খোকন ভৌমিক, যুব সংঘ ক্লাবের সম্পাদক বিশ্বজিত নস্কর সহ অনেকে।

এদিন নবশ্রী বাজার শুরু হয়ে শেষ হয় শ্রীখন্ডার বেশ কয়েকটা এলাকায়।নবগ্রামে অবস্থিত গিরি কালি মন্দিরে প্রতিনিধি দল পুজো দেন এবং মন্দিরের সদস্যদের সাথে মমতা সরকারের উন্নয়ন নিয়ে বৈঠক করেন এবং এলাকার সমস্যার কথা শোনেন। এদিন বিভিন্ন এলাকার ব্যবসায়ীদের হাতে তুলে দেওয়া হয় মমতা সরকারের ১০ বছরের রিপোর্ট কার্ড। ব্যবসায়ীদের মধ্যে রিপোর্ট কার্ড তুলে দেওয়ার সময় বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।উঠে আসে বিভিন্ন সমস্যা। পিন্টু দেবনাথ ব্যবসায়ীদের সমস্যা শুনে তা সমাধানের সূত্র বুঝিয়ে দেন এবং “দুয়ারে সরকার” নিয়েও প্রচার করে প্রতিনিধি দল। এই “বঙ্গধ্বনি যাত্রা” প্রতিদিনই চলবে দলের প্রস্তাবিত দিনপঞ্জী অনুযায়ী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *