সোনারপুর উত্তর বিধানসভা নির্বাচনে খেয়াদহ ২ পঞ্চায়েতে হারের পর জয়হিন্দ বাহিনীর দায়িত্ব পেয়ে সংগঠন মজবুত করতে চাইছেন বাসুদেব মণ্ডল
অম্বর ভট্টাচার্য, তকমা, সোনারপুর, ২৮শে ডিসেম্বর ২০২১ : বিধানসভা নির্বাচনে সোনারপুর উত্তর বিধানসভা থেকে তৃতীয়বারের জন্য বিধায়ক হয়েছেন ফিরদৌসী বেগম ঠিকই কিন্তু কয়েকটা অঞ্চলে হার মানতে হয় যার মধ্যে অন্যতম খেয়াদহ ২ গ্রাম পঞ্চায়েত। এবার সেই পঞ্চায়েত অঞ্চলে তৃণমূলের শাখা সংগঠন জয়হিন্দ বাহিনীর সভাপতির দায়িত্বভার গ্রহণ করলেন এই পঞ্চায়েতের সদস্য বাসুদেব মন্ডল। জয়হিন্দ বাহিনীর দঃ ২৪ পরগণার সভাপতি পল্লবকান্তি ঘোষের হাত থেকে তিনি সভাপতির পদ গ্রহনের পর জানান খেয়াদহ ২ গ্রাম পঞ্চায়েতের সব অঞ্চলে গিয়ে সংগঠন মজবুত করতে কর্মীদের নিয়ে বৈঠক করবেন যাতে আগামী পঞ্চায়েত নির্বাচনে অঞ্চলে কোথাও না হারতে হয়। তিনি আরও বলেন নিশ্চয়ই কোথাও বিরোধীদের ভুল বোঝানোর কারণে কর্মীদের মধ্যে মতপার্থক্য থেকে গেছে যার কারণে বিধানসভায় হার মানতে হয়েছে কারণ এই পঞ্চায়েত তৃণমূলের দখলে সেখানে পরাজয় হওয়ার কথা নয়। গোটা পঞ্চায়েতে বিধায়কের তত্ত্বাবধানে উন্নয়ন হয়েছে, মানুষ কোথাও ভুল বুঝেছে বা অভিমান হয়েছে সেটা তাদের আবার বুঝিয়ে আবার উন্নয়নের পক্ষে আনতে হবে।
সাম্প্রতিক তিনি সভাপতির দায়িত্বভার গ্রহণ করার পর রাজপুর সোনারপুর পুরসভার ৪ নং ওয়ার্ডের জয়হিন্দ বাহিনীর নেতৃত্ব তনয় মন্ডল (মাধাই) ও অভি দাস তার অফিসে উপস্থিত হয়ে আগামীদিনের সংগঠনকে আরও চাঙ্গা করতে তাকে সম্বর্ধিত করেন। উপস্থিত ছিলেন স্থানীয় কিছু কর্মী ও সমর্থকেরা।