সোনারপুর দক্ষিণ কেন্দ্রের তৃনমূল প্রার্থী লাভলীকে নিয়ে অভিযোগ, আগামীকাল পুজো দিয়ে প্রচার শুরু
অম্বর ভট্টাচার্য, এবিপিতকমা, সোনারপুর, ৮ই মার্চ ২০২১ : এবার রাজ্যের বিধানসভা নির্বাচনে সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃনমূলের প্রার্থী হয়েছেন অভিনেত্রী লাভলি মৈত্র (অরুন্ধুতি)। কিন্তু প্রার্থী তালিকা প্রকাশের পর বিরোধী শিবির থেকে তৃনমূল প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ জানানো হয়। লাভলি মৈত্র-র স্বামী বর্তমানে একজন আই পি এস অফিসার এবং নির্বাচনে তাঁর বিশেষ ভুমিকা নিয়ে প্রশ্ন ওঠে। এরপর বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে ও অজয় নায়েকের কাছে অভিযোগ গেলে তারা এই বিষয়টাকে গুরুত্ব দিয়ে দেখতে শুরু করে। লাভলি-র স্বামী সৌম্য রায় গ্রামীন হাওড়ার পুলিশ সুপারের ভুমিকায় আছে। ইতিমধ্যে তাঁকে সেই পদ থেকে সরানোর প্রক্রিয়া শুরু হয়ে গেছে। বিশেষ পুলিশ পর্যবেক্ষকেরা জানান সৌম্য রায়কে এমন জায়গায় দেওয়া হবে যেখানে নির্বাচনী প্রক্রিয়া নেই।তাকে কোনভাবে নির্বাচনী প্রক্রিয়ার সাথে যুক্ত রাখা যাবে না।তাঁকে দায়িত্ব থেকে সরিয়ে দিল কমিশন। সরকারি আমলার স্ত্রী হয়ে কীভাবে লাভলি কোনও রাজনৈতিক দলের হয়ে নির্বাচনে লড়তে পারেন, তা নিয়ে বিতর্ক শুরু হয়েছিল। নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করেছিল বিজেপি। অবশেষে সৌম্য রায়কে সরিয়ে দিল কমিশন।
এব্যাপারে সোনারপুর দক্ষিণ বিধানসভার তৃনমূল প্রার্থী লাভলিকে আমরা টেলিফনে যোগাযোগ করলে তিনি আমাদের তাঁর প্রতিক্রিয়া জানান, দলনেত্রী মমতা ব্যানার্জির আশির্বাদ নিয়েই আমি প্রার্থী ছিলাম, আছি ও থাকবো। দলনেত্রী সব ভেবেই আমায় প্রার্থী করেছেন। তিনি যখন আমায় ভরসা করে প্রার্থী করেছেন সুতরাং তাঁর ভরসা অক্ষত রাখার দায়িত্ব আমার। এই পরিস্থিতি আমার লড়াই-এর মনোভাব অনেক গুন বাড়িয়ে দিয়েছে। আগামীকাল আমি সকাল ১১টায় রাজপুরের বিপদতারিণী মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করবো। মায়ের আশির্বাদ নিয়েই যুদ্ধে নামবো। কোন চাপের কাছে মাথানত করবো না। আমি সকলের কাছে একটাই আবেদন রাখবো, রাজ্যে যে অশুভশক্তি তান্ডব চালাচ্ছে তার বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হয়ে দলনেত্রী মমতা ব্যানার্জির হাত শক্ত করতে হবে।তাই এই নির্বাচন সব তৃনমূল কর্মীদের কাছে একটা চ্যালেঞ্জ। এই রাজ্যে সাপ্রদায়িক শক্তিকে মাথাচাড়া দিতে দেওয়া যাবে না।রাজ্যের বাইরে থেকে একঝাঁক বিজেপি নেতৃত্ব তাদের পূর্ণ শক্তি নিয়ে ঝাপিয়ে পড়েছে বাংলায় দাঙ্গা বাঁধাতে, বাংলার অস্তিত্বকে সংকটে ফেলতে।আসলে বিজেপির কাছে সেভাবে উপযুক্ত প্রার্থীর মুখ নেই। তাদের একমাত্র ভরসা তৃনমূল। যারা তৃনমূলে টিকিট পায় নি তাদের হাতিয়ার করেই এই নির্বাচনে বিজেপিকে চলতে হচ্ছে।