রাজনীতি

রাজ্যে রাহুল গান্ধি-র “ভারত জড়ো যাত্রা”-র সফল সমাপ্তির পর রাজ্য সভাপতি অধীর চৌধুরীকে সম্বর্ধনা

অম্বর ভট্টাচার্য, তকমা নিউজ, কলকাতা, ১৬ই মার্চ ২০২৩ : রাজ্যে রাহুল গান্ধির “ভারত জড়ো যাত্রা”-র গঙ্গাসাগর থেকে সূচনা করেছিলেন জাতীয় কংগ্রেসের রাজ্য সভাপতি অধীর রঞ্জন চৌধুরী আর সেই যাত্রা গোটা রাজ্য ঘুরে শেষ হয় পাহাড়ে। এরপর রাজ্যে সাগরদিঘি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে কংগ্রেস বিধানসভায় প্রথম আসন দখল করে।

কংগ্রেসের “ভারত জড়ো যাত্রা” কর্মসূচীর যে প্রভাব ফেলেছে তা এই নির্বাচন থেকে পরিস্কার হয়ে গেছে। এছাড়াও এটাও পরিস্কার হয়ে গেছে একের পর এক দুর্নীতি মামলায় যেভাবে শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি,অনুব্রত মন্ডল, কুন্তল থেকে তৃনমূলের একাধিক নেতৃত্বের নাম জড়িয়ে গেছে তা মানুষ খুব একটা ভাল চোখে নিচ্ছে না। রাজ্যের বিভিন্ন জেলায় তৃণমূল নেতৃত্বদের তোলাবাজি থেকে জুলুমবাজি ও চাকরি দেওয়ার নামে যুব নেতৃত্ব থেকে মন্ত্রীদের নাম উঠে আসছে তা দেখে মানুষ এখন বিভ্রান্তিতে পড়ে যাচ্ছে।

এরপর সিবিআই ও ইডি যে লম্বা তালিকা প্রকাশ করেই চলেছে তাতে রাজ্যে বিকল্প শক্তি হিসাবে সুবিধা করে দিচ্ছে সিপিএম-কংগ্রেস জোট। বিজেপি নিজেদের সুবিধা করতে গিয়ে কংগ্রেস-সিপিএম জোটকে সুবিধা পাইয়ে দিচ্ছে। রাজ্যের মানুষ কোনভাবেই বিজেপিকে মেনে নিতে পারছে না কারণ হিসাবে তারা বলছে নিত্য প্রয়োজনীয় জনিসের মূল্য যেভাবে বৃদ্ধি পাচ্ছে তাতে মানুষের জীবন দুর্বিসহ হয়ে উঠছে। এছাড়া জ্বালানি তেল ও গ্যাসের দাম যেভাবে বৃদ্ধি পাচ্ছে যেখান থেকে কেরোসিনও ছাড় পাচ্ছে না তাতে মানুষ আজ বিপদমুখী, সংসার চালানো তো দূরের কথা জীবন চালনার জন্য খাওয়া দাওয়া করতে এখন মানুষকে বেশ চিন্তায় ফেলে দিয়েছে।

কংগ্রেসের এই জয় ফের একবার রাজ্য রাজনীতিতে বিরোধীদের অক্সিজেন দিয়ে চাঙ্গা করে দিল। আর তাই সাম্প্রতিক প্রদেশ কংগ্রেস কার্যালয়ে রাজ্য প্রদেশ কংগ্রেস সভাপতি সঠিক নেতৃত্বের জন্য বিভিন্ন জেলার কংগ্রেস কর্মী ও নেতৃত্বরা সম্বর্ধনা জ্ঞাপন করে। সাম্প্রতিক দঃ ২৪ জেলার থেকে প্রদেশ কংগ্রেস কার্যালয়ে দঃ ২৪ পরগণা জাতীয় কংগ্রেস সভাপতি জয়ন্ত দাস, সোনারপুর ব্লক সভাপতি ফনিভূষণ নস্কর, সোনারপুর ব্লক সহ সভাপতি সিদ্ধার্থ দাস রায়, অভিষেক ঘোষ, সুমন নস্কর, সব্যসাচী হালদার, পায়েল নস্কর, অশোক গাঙ্গুলি, তাপস দে সহ অনেকে উপস্থিত থেকে রাজ্য সভাপতি অধীর চৌধুরীকে সম্বর্ধনা দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *