রাজনীতি

অনিরুদ্ধের উদ্যোগে দঃ কলকাতায় বাংলা যুবশক্তির যোদ্ধাদের নিয়ে প্রথম কর্মীসভায় সম্বর্ধিত বাপ্পাদিত্য

অম্বর ভট্টাচার্য, এবিপিতকমা, সোনারপুর, ৪ঠা আগস্ট ২০২০ : গড়িয়া শ্রীনগরে মঙ্গলচন্ডী ভবন প্রেক্ষাগৃহে দক্ষিণ কলকাতা যুবশক্তির যোদ্ধাদের নিয়ে প্রথম কর্মীসভা করলেন রাজ্য কমিটিত সদস্য ও চার নম্বর জোনের জোনাল হেড এবং সদ্য নিযুক্ত দঃ ২৪ পরগণা জেলা তৃণমূল যুব কংগ্রেসের জেলা সহ সভাপতি অনিরুদ্ধ হালদার (পার্থ)। এই সভায় উপস্থিত ছিলেন দঃ কলকাতা তৃণমূল যুব কংগ্রেসের সদ্য নিযুক্ত সভাপতি বাপ্পাদিত্য দাশগুপ্ত, জয় বকসী, অর্নব ব্যানার্জি, সুব্রত মন্ডল সহ ৬০০ জন যুবযোদ্ধা।

এই অনুষ্ঠানে মূল আকর্ষণ ছিল দঃ কলকাতার সদ্য নিযুক্ত তৃণমূল যুব কংগ্রেস সভাপতি ও কলকাতা কর্পোরেশনের প্রাক্তন পৌরপিতা বাপ্পাদিত্য দাশগুপ্ত।তাঁকে সভাপতি হওয়ার জন্য সম্বর্ধনা দেওয়া হয়।অনুষ্ঠানে সদ্য সদস্য হওয়া ৬০০ জন যুবযোদ্ধাদের উদ্দেশ্যে জোনাল হেড অনিরুদ্ধ হালদার বলেন আগামীদিনে কি পদ্ধতিতে কাজ করতে হবে। আগামী নির্বাচনে তাঁদের উপর দল কতটা ভরসা করছে কারণ তাঁদের দায়িত্বে থাকা ১০টা পরিবারের সুখ, দুঃখ, অভাব, অভিযোগ তাঁদের দেখভাল করতে হবে। আর তাঁদের দেওয়া এই পরিষেবার ফল হিসাবে আগামী নির্বাচনে প্রভাব ফেলবে ভোট বাক্সে। অনুষ্ঠানে বাপ্পাদিত্য তাঁর বক্তব্যের মাধ্যমে বর্তমানে রাজ্যের তৃণমূল সরকারের উন্নয়নের কথা তুলে ধরেন ও যুবযোদ্ধাদের উদ্বুদ্ধ করেন।তিনি এমনও বলেন একসময় যুবা ছিল দলের মূল শক্তি যা আজ যুব তৃণমূল হিসাবে বেশি পরিচিত হয়েছে। আগামীদিনে এই যুবশক্তি হয়ে উঠবে দলের মূল কান্ডারী যাদের উপর নির্ভর করবে দলের ভাবমূর্তি, দল গঠনের ভবিষ্যৎ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *