এন আর সি-র বিরুদ্ধে জোর আন্দোলনে যৌথভাবে সোনারপুর ও ভাঙড়ের তৃণমূল কংগ্রেস ও যুব তৃণমূল কংগ্রেস
অম্বর ভট্টাচার্য, এবিপিতকমা, সোনারপুর, ২৪শে সেপ্টেম্বর ২০১৯ : কেন্দ্র সরকারের এন আর সি চালু নিয়ে প্রথমেই বিরোধিতা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আগেই আসামে চালু হয়েছে এন আর সি এবং তাতে প্রায় ২০ লাখ মানুষের ভারতে থাকা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে যদিও কেন্দ্র সরকার জানিয়েছেন কাউকে ভারত ছেড়ে যেতে হবে না। ভারতকে হিন্দু রাষ্ট্র ঘোষণার এটা একটা নতুন রাস্তা। কিন্তু আসামে ২০ লাখ মানুষের মধ্যে ১৮ লাখ মানুষ হিন্দু যারা এন আর সি-র বাইরে মাত্র ২ লাখ মুসলমান রয়েছে। এরপর ফের উত্তরপ্রদেশে এন আর সি চালু করেছে কেন্দ্রীয় সরকার।বিহার সরকার ইতিমধ্যেই মমতা ব্যানার্জির রাস্তায় এন আর সি-র বিরোধিতা করেছে। এবার আবার নতুন রাস্তায় হাঁটছে, কেন্দ্র সরকার জানিয়েছে সকল ভোটারকে নিজের মোবাইল নম্বরের মারফৎ নথিভুক্ত করতে হবে নাগরিকত্ত্বের নবিকরণের জন্য।এটা আরেকটা সমস্যা দেখা দিয়েছে, অনেকেই ইন্টারনেটের অভিজ্ঞতা নেই, তাদের নির্ভরশীল হতে হচ্ছে অপারেটারদের উপর আর এই সুযোগে যে যার মত টাকা হাঁকাচ্ছে। এই পদ্ধতির বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস ও তৃণমূল যুব কংগ্রেস যৌথভাবে দক্ষিণ ২৪ পরগণায়
জোর আন্দোলনে পথে নেমেছে। গতকাল কামালগাজী থেকে হরিনভির মাঠ পর্যন্ত এক বিশাল মিছিলের আয়োজন করে। মিছিলে সোনারপুর উত্তর বিধানসভার বিধায়ক ফিরদৌসী বেগম, সোনারপুর দক্ষিণ বিধানসভার বিধায়ক অধ্যাপক জীবন মুখার্জি, ভাঙড় পঞ্চায়েত সমিতির কর্মাধক্ষ্য মমিনুল ইসলাম , সোনারপুর পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর সরকার, দক্ষিণ ২৪ পরগণার তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি শওকত মোল্লা, দক্ষিণ ২৪ পরগণার তৃণমূল যুব কংগ্রেসের কার্যকরি সভাপতি অনিরুদ্ধ
হালদার, সোনারপুর উত্তর বিধানসভার সাংগঠনিক প্রধান ও রাজপুর সোনারপুর পৌরসভার সি আই সি নজরুল আলি মন্ডল, সোনারপুর উত্তর বিধানসভার তৃণমূল যুব কংগ্রেস সভাপতি পাপাই দত্ত, সোনারপুর দক্ষিণ বিধানসভার তৃণমূল যুব কংগ্রেস সভাপতি সন্দীপ (পিকু) নস্কর, জেলা পরিষদ সদস্য রঞ্জন বৈদ্য, জেলা তৃণমূল যুব কংগ্রেসের সম্পাদক সোনালি রায় (পুরমাতা রাজপুর সোনারপুর পৌরসভা ২৫ নং ওয়ার্ড), রাজপুর সোনারপুর পৌরসভার পৌর প্রধান ডাঃ পল্লব দাস সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলাররা ও পঞ্চায়েত সদস্য থেকে প্রধান এবং উপপ্রধানরা, ভাঙড় ২ নং ব্লক তৃণমূল যুব কংগ্রেস সভাপতি কাশেফুল কারুক খান, সোনারপুর উত্তর জয়হিন্দ বাহিনীর সভাপতি বিশ্বজিত দাস (নন্দ) সহ অসংখ্য নেতা ও কর্মীরা উপস্থিত ছিলেন।এই মিছিলের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের কাছে এন আর সি-র বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এক জোর বার্তা পৌঁছে দিল তৃণমূল কংগ্রেস। ছবি : অমিত দাস।