রাজনীতি

কেন্দ্র সরকারের বিভিন্ন জনবিরোধী নীতির বিরুদ্ধে কংগ্রেসের প্রতিবাদ

অম্বর ভট্টাচার্য, এবিপিতকমা, কলকাতা, ১০ই অক্টোবর ২০২০ : বিজেপি শাসিত কেন্দ্র সরকার এই করোনা অতিমারির সময় দেশবাসীর জন্য কোন সাহায্যের হাত বাড়াতে অক্ষম হয়েছে। গোটা দেশে মানুষের চাকরি নেই, রোজগার নেই, চাকরি থাকলেও মাসিক মাইনে কম পাচ্ছে। এছাড়া নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধি, বেকারত্ব সমস্যা ছাড়াো রাজ্য সরকারের বিরুদ্ধে আইন শৃঙ্খলার অবনতি, স্বাস্থ্য পরিষেবার বেহাল দশা ও বিদ্যুতের মাশুল বৃদ্ধির প্রতিবাদে আজ বিকেল ৪টের সময় পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর ডাকে প্রদেশ কংগ্রেসের মূল কার্যালয় বিধান ভবন থেকে ধর্মতলার ওয়াই চ্যানেল পর্যন্ত মিছিলের আয়োজন করা হয়। মিছিলের নেতৃত্ব দেবেন – সাংসদ, লোকসভার কংগ্রেস দলনেতা তথা পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি শ্রী অধীর রঞ্জন চৌধুরী। ওয়াই চ্যানেলে প্রদেশ সভাপতি কেন্দ্র সরকার ও রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করেন।তিনি সাফ দাবি করেন কেন্দ্র সরকারের সাথে আঁতাত করে চলছে রাজ্য সরকার। মানুষকে চোখে ধুলো দিয়ে রাজ্যের মানুষকে বোকা বানাচ্ছে। এদিকে দেখাচ্ছে বিজেপিকে যেন মোটেই জায়গা ছাড়তে চায় না কিন্তু পিছনে প্রধানমন্ত্রীর সাথে আঁতাত চালচ্ছে।কর্মসূচীর পর বিকেল সাড়ে ৫ টায় মাননীয় রাজ্যপালের কাছে উপরিউক্ত ইস্যুতে একটি ডেপুটেশন জমা দেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *