বিজেপির লাগামহীন সন্ত্রাসের বিরুদ্ধে ও ২১শে জুলাই সমর্থনে সোনারপুর উত্তর বিধানসভা তৃণমূল যুব কংগ্রেসের পক্ষে বাইক মিছিল

অম্বর ভট্টাচার্য, এবিপিতকমা, গড়িয়া স্টেশন, ১৪ই জুলাই ২০১৯ : সারা রাজ্যে বিজেপি যেভাবে সন্ত্রাসের একটা বাতাবরণ সৃষ্টি করছে তাতে সাধারণ মানুষও বেশ আতঙ্কিত হয়ে পড়ছে। কিছুই নয় মুকুল রায় তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়ার পর থেকে এই সন্ত্রাস ভয়ঙ্কর আকার ধারণ করে। যদিও বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এতটা আক্রমনাত্বক না হলেও মুকুল রায়ের হস্তক্ষেপে পরিস্থিতি হাতের বাইরে যেতে বসেছে। গোটা রাজ্যে লাগামহীন রাজনৈতিক হিংসা ছড়িয়ে পড়েছে আর পরিনাম হচ্ছে তরতাজা প্রানের মৃত্যু। তাই সেই লাগামহীন প্রতিবাদে আজ গড়িয়া স্টেশন এলাকায় বিজেপির লাগামহীন সন্ত্রাস এর বিরুদ্ধে ও ঐতিহাসিক ২১সে জুলাই এর সমর্থনে সোনারপুর উত্তর বিধানসভা তৃণমূল যুব কংগ্রেস ও ১ নং ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের যৌথ উদ্যোগে আজ প্রায় ২০০ বাইকের এক মহামিছিল করা হয়। এই মিছিলে মূল নেতৃত্বে ছিলেন সোনারপুর উত্তর বিধানসভা তৃণমূল যুব কংগ্রেস সভাপতি পাপাই দত্ত।