রাজনীতি

রাজপুর সোনারপুরে ৩ নং ওয়ার্ডে কেন্দ্রে বিজেপি সরকারের বিরুদ্ধে বিক্ষোভের নেতৃত্বে বিদায়ী অশোকা

অম্বর ভট্টাচার্য, এবিপিতকমা, সোনারপুর, ৮ই জুলাই ২০২০ : বিজেপি শাসিত কেন্দ্র সরকারের বেপরোয়া ও অমানবিক মনোভাবের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে গর্জে উঠেছে গোটা রাজ্য।মোদী সরকারের “আচ্ছে দিন” আজ যে কতটা কার্যকরি হয়েছে তা মানুষ প্রতিটা লোমকূপে টের পাচ্ছে। যেখানে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম তলানিতে এসে ঠেকেছে সেখানে ভারতে জ্বালানি তেল ও গ্যাসের দাম লাগাতার বৃদ্ধি করে যাচ্ছে কেন্দ্র সরকার।ভারতের থেকে পিছিয়ে থাকা দেশগুলোতেও জ্বালানি তেলের দাম বৃদ্ধি হয় নি। একদিকে দেশের মানুষ করোনার লকডাউনের কারণে নাজেহাল অবস্থা। মানুষ আজ কর্মহীন হয়ে পড়েছে, খাদ্যহীনতায় ভুগছে তার উপর জ্বালানি তেলের দাম বাঁড়াতে বাজারের মূল্যবিদ্ধি মানুষকে আরও নাজেহাল করে তুলেছে।

এব্যাপারে আজ রাজপুর সোনারপুর পৌরসভার ৩ নং ওয়ার্ডের বিদায়ী পৌরমাতা অশোকা মৃধা তাঁর পরিবার নিয়ে কেন্দ্র সরকারের জন বিরোধী নীতির বিরুদ্ধে বিক্ষোভ দেখান।এই বিক্ষোভে উপস্থিত ছিলেন ওয়ার্ড সভাপতি জগদীশ নস্কর সহ অনেকে।একই সাথে ওয়ার্ডের অন্যান্য জায়গায় তৃণমূল দলের বিভিন্ন নেতা ও কর্মীরা নিজেদের বাড়ির সামনে রাস্তার উপর বিক্ষোভ কর্মসূচী পালন করেন। এটাই ছিল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দলীয় কর্মসূচীর নির্দেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *