ফিরদৌসীকে সাথে নিয়ে এবার সোনারপুর উত্তরে পার্থ-র যুবশক্তির সভা
অম্বর ভট্টাচার্য, এবিপিতকমা, সোনারপুর, ২৫শে আগস্ট ২০২০ : সাংসদ অভিষেক ব্যানার্জি ও সর্ব ভারতীয় তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি দলের সৈনিক বৃদ্ধির জন্য যে ক্যাম্পেন শুরু করেছেন সেই যুবশক্তি বর্তমানে বিরোধীদের মাথাব্যাথার কারণ হয়ে উঠেছে। গোটা রাজ্যে এই ক্যাম্পেন চলছে, প্রথমে যে সংখ্যার যুবযোদ্ধার লক্ষ নিয়ে শুরু হয়েছিল সেই লক্ষ অনেক আগেই পূরণ হয়ে গেছে ফের নতুন করে লক্ষমাত্রা স্থির করেছেন অভিষেক ব্যানার্জি। আগামী নির্বাচন এই যুবযোদ্ধাদের কাঁধে রেখেই করার লক্ষে এগোচ্ছে দল। দঃ ২৪ পরগণায় যুবযোদ্ধাদের সংখ্যা বেশ তাৎপর্যপূর্ণ। এই জেলার যুবযোদ্ধাদের সংখ্যা গোটা রাজ্যে এক নিদর্শন করেছে। দঃ ২৪ পরগণা, উঃ ২৪ পরগণা ও কলকাতা জেলার অন্যতম দায়িত্বপ্রাপ্ত দঃ ২৪ পরগণা জেলার তৃণমূল যুব সহ সভাপতি অনিরুদ্ধ হালদার (পার্থ)।
সাম্প্রতিক সোনারপুর উত্তর বিধানসভায় জয়হিন্দ অডিটোরিয়ামে বিধানসভার সব যুবযোদ্ধাদের নিয়ে বিধায়ক ফিরদৌসী বেগমের সহযোগিতায় যুবশক্তির সভা করেন অনিরুদ্ধ হালদার। সভায় উপস্থিত ছিলেন বিধায়ক ফিরদৌসী বেগম, রাজপুর সোনারপুর পৌরসভার অন্যতম প্রশাসকমন্ডলীর সদস্য নজরুল আলি মন্ডল, দঃ ২৪ জেলা তৃণমূল যুব কংগ্রেস সভাপতি শওকাত মোল্লা, নরেন্দ্রপুর টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি গোপাল দাস, সোনারপুর উত্তর বিধানসভার তৃণমূল যুব সভাপতি পাপাই দত্ত, সোনারপুর তৃণমূল ছাত্র পরিষদ সভাপতি সমরজিত ব্যানার্জি, জয়হিন্দ বাহিনীর সোনারপুর উত্তরের সভাপতি বিশ্বজিত দাস (নন্দ), বিদায়ী পুরপ্রতিনিধিদের মধ্যে নিতু দাস, সঞ্জিত চ্যাটার্জি, নমিতা দাস সব ৫টি পঞ্চায়েতের নেতৃত্ব ও সদস্যরা।
সভায় বক্তব্য রাখেন বিধায়ক ফিরদৌসী বেগম, নজরুল আলি মন্ডল, শওকাত মোল্লা ও অনিরুদ্ধ হালদার। সকলের বক্তব্যের মধ্যে আগামী নির্বাচনে বিরোধীদের মোকাবিলা করার কথা উঠে আসে বিশেষ করে বিজেপি দলকে এই রাজ্যে থাবা বসানো থেকে আটকাতেই হবে এমনটাই মনোভাব। এছাড়া নতুন যুবযোদ্ধাদের বিশেষ দায়িত্বের কথা ও দলের ভাবমূর্তিকে স্বচ্ছ করে তোলার দায়িত্ব তুলে নেওয়ার কথাও বলা হয়। অনিরুদ্ধ হালদার আগামীদিনে এই যুবশক্তি দলের কাছে কতটা গুরুত্বপূর্ণ জায়গা পাবে তা তুলে ধরেন। একইসাথে তিনি যুবযোদ্ধাদের দায়িত্ব নিয়ে আলোচনা করেন এবং আগামী পদক্ষেপের কথা উল্লেখ করেন।