খেলা

সন্তোষ ট্রফিতে বাংলা ফুটবল জয় দিয়ে যাত্রা শুরু করল

অম্বর ভট্টাচার্য, তকমা নিউজ, কলকাতা, ১৪ই ডিসেম্বর ২০২৪ : সন্তোষ ট্রফির মূল পর্বে খেলার জন্য হায়দ্রাবাদে সঞ্জয় সেনের প্রশিক্ষণে বাংলা দলের প্রথম ম্যাচ ছিল জম্মু কাশ্মীরের সাথে। দমদম বিমানবন্দর থেকে বুধবার দুপুরের বিমানে হায়দ্রাবাদে উড়ে গেল তারা। বিমানবন্দরে উপস্থিত ছিলেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত, সহ সচিব রাকেশ ঝাঁ, এক্সিকিউটিভ সেক্রেটারি সুফল রঞ্জন গিরি।

সন্তোষ ট্রফিতে বাংলার জয় যাত্রা শুরু। গ্রুপ লিগের প্রথম ম্যাচে হায়দ্রাবাদে আজ তারা ৩- ১ গোল হারালো জম্মু কাশ্মীর কে। প্রথম থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ ছিল বাংলার।

৪ মিনিটেই সুপ্রতিক হাজরার কর্নার থেকে হেডে বাংলাকে এগিয়ে দেন রবি হাঁসদা। ১২ মিনিটে ব্যবধান বাড়ান নরহরি শ্রেষ্ঠা। দ্বিতীয়ার্ধে ৪৭ মিনিটে দর্শনীয় গোল করেন বিক্রম প্রধান। খেলার শেষ দিকে একটি গোল করে ব্যবধান কমান জম্মু কাশ্মীর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *