হিন্দমোটর প্রিমিয়ার লীগ ক্রিকেট প্রতিযোগিতার শুভ সূচনা
কৌশিক ঘোষ, এবিপিতকমা, হুগলী, ৩১শে ডিসেম্বর ২০১৯ : হুগলীর হিন্দমোটর এর ভদ্রকালী যুব গোষ্ঠীর মাঠে ২২ ডিসেম্বর অনুষ্ঠিত হল অষ্টম বার্ষিক হিন্দমোটর প্রিমিয়ার লিগ ক্রিকেট প্রতিযোগিতার খেলোয়াড় নির্বাচনী অনুষ্ঠান। আগামি বছরের ৪ থেকে ১২ জানুয়ারি পর্যন্ত এই ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। দিবা নৈশালোকে এই খেলা গুলো অনুষ্ঠিত হবে টেনিস বলে।
৩২টি টিমের মোট ৪১৬ জন ক্রিকেটার এই প্রতিযোগিতায় অংশগ্রহন করবে সংগঠনের কর্মকর্তা অনিন্দ সাহা এই কথা জানান। প্রতিদিন এই খেলা দেখতে প্রচুর মানুষ ভিড় জমান। বিশিষ্টজনেরা উপস্থিত থাকবেন এই ক্রিকেট প্রতিযোগিতায়। ১২ জানুয়ারি পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এইবছর ই প্রথম ইন্টার স্কুল ক্রিকেট টুর্নামেন্ট ও অনুষ্ঠিত হবে।